বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই জুলাই…..যাদব মহাসভা পরিচালিত খোয়াই শাখা নির্ধারিত সময়সূচির মধ্য দিয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর নতুন কমিটি গঠন করা হয়। যথারীতি এ বছরও ঠিক একই রকম ভাবে একটি বর্ধিত সভা আয়োজন করা হয় রবিবার দুপুরে। রবিবার দুপুর বারোটায় যাদব মহাসভা খোয়াই শাখা পরিচালিত শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বর্ধিত সভা। এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত যাদব মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবব্রত ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ (শেখর) অফিস সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, কার্যকরী সদস্য গোপাল ঘোষ ও সুভাষ ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা ।এছাড়া এই সভায় উপস্থিত ছিলেন বিগত কমিটির সভাপতি সমিরন ঘোষ, ছিলেন সম্পাদক রঞ্জিত গোপ , যাদব মহাসভা খোয়াই শাখার প্রাক্তন সভাপতি তথা খোয়াইয়ের এর বরিষ্ঠ সাংবাদিক অসিত বরণ ঘোষ সহ খোয়াই এর অগনিত যাদব অংশের জনগণ। দীর্ঘক্ষণ ধরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়,তাতে বিগত দুই বছরের যাদব মহাসভা খোয়াই শাখা কি রকম পরিচালনা করেছেন বিগত কমিটি সেই বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে সর্বসম্মতি ক্রমে তিনজন মহিলা সহ যাদব মহাসভা খোয়াই শাখা আগামী দুই বছর পরিচালনা করার জন্য ৩৫ জনের একটি কমিটি গঠন করা হয় এবং সর্বসম্মতিক্রমে । এবং বিগত দুই বছরের কাজের পরিপ্রেক্ষিতে পুরনো কমিটি পূর্ণবহাল রাখা হয় শুধুমাত্র নতুন তিনজনকে কমিটিতে সংযোজন করা হয়। সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসাবে যথাক্রমে সমিরন ঘোষ, রঞ্জিত গোপ, এবং নবেন্দু ঘোষ। এই কমিটির অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদ গুলি রয়েছেন সেগুলি পুনরায় ৩৫ জনের কমিটি বসে যথাক্রমে ঠিক করা হবে বলে জানান এই বছরের নতুন কমিটির সম্পাদক রঞ্জিত গোপ। তাছাড়া সামনেই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আর এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খোয়াই যাদব মহাসভা উদ্যোগে সাত দিনব্যাপী উৎসব ও মেলার আয়োজন করে থাকেন তারা। যথারীতি যাদব মহাসভা খোয়াই শাখার পরিচালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মেলাকে কেন্দ্র করে খোয়াই মহকুমা এলাকার জনগণ সারা বছর অপেক্ষা করেন এই মেলার আনন্দ অনুষ্ঠানে নিজেদের গা ভাসিয়ে দিতে। এই মেলা কে কেন্দ্র করে খোয়াইয়ের জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশ পরিলক্ষিত হয়। রবিবার দুপুরে এই বর্ধিত সভায় আসন্ন জন্মাষ্টমী উৎসবের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে জন্মাষ্টমী উৎসব ও মেলার কমিটি গঠন করা হয়নি এখনো। তবে দ্রুত জন্মাষ্টমীর উপলক্ষে উৎসব ও মেলা কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। রবিবার দুপুরে যাদব মহাসভার খোয়াইয়ের নতুন যে কমিটি গঠন করা হয়েছে এতে উক্ত বর্ধিত সভায় আগত সকল অংশের যাদবরা অনেকটাই খুশি ব্যক্ত করেন এই কমিটি গঠনকে কেন্দ্র করে।