বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা জুলাই…… খোয়াইতে নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়ক যতটুকু অর্থাৎ প্রায় ৮০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে আগরতলা থেকে কমলপুর পর্যন্ত। তারমধ্যে সুবল সিং পাহাড়ের এলাকা বাদ দিলে বাকি সমস্ত রাস্তা কাজ প্রায় সমাপ্ত হয়েছে। সমাপ্ত হওয়ার এক বছর যেতে না যেতেই ২০৮ নং জাতীয় সড়ক যেন ধান চাষের জমিতে পরিণত হয়েছে। মেরামতের যথাযোগ্য ব্যবস্থা করা হচ্ছে না। যে সমস্ত কোম্পানিগুলি ২০৮ নং জাতীয় সড়কের নির্মাণের জন্য বরাত পেয়েছিল। তারা এখন সময় কাটানোর ধান্দায় ব্যস্ত। অর্থাৎ জাতীয় সড়ক নির্মাণের পরবর্তীতে পাঁচ বছর সময় থাকে, যদি কোন জায়গা ভেঙ্গে যায় তাহলে পুনরায় নির্মাণ করতে হয়। সরকারি নিয়ম অনুসারে পাঁচ বছর পার হয়ে গেলে তাদের যেই টাকা নির্মাণ সংস্থা (দপ্তর) কেটে রাখে সেই টাকা পেয়ে যায়। এই দিকে ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের পরবর্তীতে অধিকাংশ রাস্তা ভেঙ্গে গেছে। বহি রাজ্যের জাতীয় সড়কের সঙ্গে ২০৮ নং জাতীয় সড়কের নির্মাণে কোন মিল নেই। সব থেকে বেশি খারাপ অবস্থা যেই এলাকা এটা হল খোয়াই মহকুমাতে। খোয়াই মহকুমা এলাকার অধিকাংশ রাস্তার কাজটি করেছেন কলকাতার একটি কোম্পানি। নির্মাণ সংস্থা বিশেষ করে কলকাতার যেই নির্মাণ সংস্থা যেই এলাকাটি কাজ করেছেন সেই এলাকাটি লোক দেখানোর কাজ করছেন। কলকাতার কোম্পানিটি বিশেষ করে খোয়াইয়ের সিঙ্গি ছড়া এলাকাতে কাজ করেছেন খুবই খারাপ অবস্থা বর্তমানে। কলকাতার কোম্পানি এখন সময়ের প্রহর গুনছেন পাঁচ বছর কমপ্লিট হলেই বকায়া টাকা নিয়ে চলে যেতে পারলেই চলে। এমনকি জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে নেটের(জাল) এর ব্যবস্থার মাধ্যমে জাতীয় সড়ক নির্মাণের নিয়ম রয়েছে। কিন্তু লক্ষ্য করা গেছে আগরতলা মোহনপুরের দিকে সমস্ত রাস্তাতে নেট দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। অথচ খোয়াই মহকুমা এলাকাতে ২০৮ নং জাতীয় সড়ক হয়েছে সেখানে নেট দেওয়া হয়নি। সেই নেটের টাকা পয়সা হাফিজ করে দিয়েছে নির্মাণ সংস্থা, অর্থাৎ কলকাতার কোম্পানিটি। কাদা মাটির উপর নতুন মাটির ফেলে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এতে করে হেভি ওয়েট গাড়ি গুলি চলাচলের ফলে সমস্ত রাস্তা একেবারে ভেঙ্গে গেছে। সাধারণভাবেই চলাচল করা একেবারে কষ্টসাধ্য। বিভিন্ন পত্র পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কের বেহাল চিত্রের দশা উল্লেখ করা হচ্ছে বারবার। কাজের কাজ কিছু হচ্ছে না। সরকারি জাতীয় সড়ক নির্মাণ সংস্থা এই বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের এক বছর যেতে না যেতে এইরকম বেহাল অবস্থা। জাতীয় সড়ক নির্মাণের এক বছর যেতে না যেতে এরকম বেহাল অবস্থা তার জন্য কেন্দ্রীয় সরকারি জাতীয় সড়ক নির্মাণ সংস্থার পক্ষ থেকে কঠোর থেকে কঠোর তম ব্যবস্থা গ্রহণ করুক এটাই চায় বুদ্ধিজীবী মহল। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে কলকাতার কোম্পানিটি যেই এলাকাতে কাজ করেছেন এই রাস্তা গুলির খুবই খারাপ বেহাল অবস্থা। এখন কলকাতার কোম্পানি গোটা বিষয়টি ম্যানেজ করবার চেষ্টা করছেন। এদিকে সাধারণ জনগণ ছোট বড় যানবাহন নিয়ে চলাচল করা কষ্টসাধ্য। খুবই খারাপ অবস্থা ২০৮ নং জাতীয় সড়কের, বিশেষ করে খোয়াই চেরমা এলাকাতে কলিকাতার কোম্পানি কাজের বরাত পেয়ে কাজ করেছিল। সেই সমস্ত এলাকা খুব ই বেহাল অবস্থা।