Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজাতীয় এবং আন্তর্জাতিক কিক বক্সিং এর আসরে কোলকাতা থেকে রাজ্যের k -1...

জাতীয় এবং আন্তর্জাতিক কিক বক্সিং এর আসরে কোলকাতা থেকে রাজ্যের k -1 ফেডারেশন প্লেয়াররা চেম্পিয়ান ট্রফি জয় করাতে খোয়াই বেলফাঙে সংবর্ধনা এলাকাবাসীর।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা জুলাই…….কোলকাতার ভেলুরে গত ২৮ এবং ২৯ জুন আসর বসেছিল জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিক বক্সিং প্রতিযোগিতার।এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের K -1 ফেডারেশনের অন্তর্গত খোয়াই জেলা থেকে ৬ জন কিক বক্সিং এর প্লেয়াররা সেখানে যোগদান করে সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।তার মধ্যে দুইজন টাইটেল বেল্ট পয়ে খোয়াই জেলার নাম উজ্জ্বল করল। রাজ্যে এই প্রথম কিক বক্সিংএ একই সাথে ৬জন প্লেয়াররা খোয়াই জেলার নাম উজ্জ্বল করার খুসিতে সেই প্লেয়ারদের আত্মিয় পরিজন সহ এলাকাবাসিরা মিলে সেই বক্সিং প্লেয়ারদের সংবর্ধনা প্রদান করতে ঢাক ঢোল বাজিয়ে হুড খোলা গারিতে চরিয়ে বেলফাঙ থেকে তাদের কে সংবর্ধনা দিয়ে সেখান থেকে ফিরে খোয়াই সহর পরিক্রমা করে। এবং খোয়াই মহকুমার বিভিন্ন এলাকা থেকে সেই প্লেয়ারদের আত্মিয় পরিজন, এলাকাবাসীরা বৃহস্পতিবার সকাল ১১টায় খোয়াই বেলফাঙ এলাকার জরো হয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।তার মধ্যে এই কিক বক্সিং প্রতিযোগিতায় খোয়াই এর গৌরনগরের ছেলে মনিষ দত্ত এমাচার টাইটেল বেল্ট পায় এবং আমির দেববর্মা পান সিনিয়র ফাইটার টাইটেল বেল্ট । অন্যদিকে রেভেল দেববর্মা ও সাইমন দেববর্মা পায় সিলভার মেডেল,সাজেক দেববর্মা পায় রানার্স । তাদের প্রশিক্ষক ছিলেন চন্দ্রকান্ত দেববর্মা। বৃহস্পতিবার সকালে সেই প্লেয়ার দের সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন অন্যান্যদের সাথে খোয়াই জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জয়দেব দেববর্মা। বৃহস্পতিবার সকালে বেলফাঙে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন কিক বক্সিং এ খোয়াই সহ জেলার নাম উজ্জ্বল করার জন্য কিক বক্সিং এর সমস্ত প্লেয়ারদেরকে অভিবাদন জানান। এবং বলেন তাদের কে ভবিষ্যৎতে আরো উৎসাহিত করতে হবে। যাতে করে ভবিষ্যৎতে এই ধরনের পরিকাঠামো আরও উন্নত করে তাদের বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন কিক বক্সিং ,তাই কুন্ডু,হান্ড হোক বা যে কোন ধরনের প্রতিরক্ষা মূলক খেলা রয়েছে সেই গুলি কে হাইলাইটস করার জন্য রাজ্য সরকারের সাথে কথা বলবেন বলে তিনি জানান। যাতে গৌরনগর এলাকায় জিম বা তাদের খেলার জন্য অনুশীলন ঘড় তৈরি করার জন্য চিন্তা ভাবনা করছেন সবার মিলিত প্রচেষ্টায়। যাতে করে আগামী দিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারে। যাতে রাজ্য সহ খোয়াই মহকুমার নাম তারা উজ্জ্বল করতে পারে খোয়াই গৌরনগর এলাকার ছেলেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য