Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই নতুন টাউন হলে পালিত হল সংবিধান হত্যা দিবস।

খোয়াই নতুন টাউন হলে পালিত হল সংবিধান হত্যা দিবস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০শে জুন…… সোমবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে পালিত হল জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান হত্যা দিবস। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী,খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, জেলা পুলিশ সুপার রানাদৈত দাস সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন তৎকালীন সময়ে অর্থাৎ ১৯৭৫ সালে গোটা দেশে ইমারজেন্সি চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে।এই বিষয়ে বিস্তারিতভাবে গোটা বিষয়টিকে নিয়ে আলোচনা করতে গিয়ে সবকিছু তুলে ধরেন। তিনি বলেন ১৯৭৫ সালে হঠাৎ করে ইন্দিরা গান্ধী ইমারজেন্সি চালু করাতে তৎকালীন সময় যে সমস্ত বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ করেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছিল। সরকারের বিরুদ্ধে কোন ধরনের কথা বলা যায়নি তখন। এই গোটা বিষয়টি আলোচনা করতে গিয়ে মন্ত্রী-অনিমেষ দেববর্মা যেভাবে বিস্তারিতভাবে আলোচনা করেন। এবং তিনি বলেন আমার বয়স পাঁচ বছর ছিল আমি যতটুকু পড়াশোনা করতে পেরেছি তার থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি এই বিষয়টি পরিষ্কার তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে দেশের সর্বোচ্চ ক্ষমতার ওনার বগলদাবা করতেই এই পদক্ষেপ নেন। এতে সারাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল। আমলাদের দ্বারা দেশ চালাবার চেষ্টা করেন তিনি। এমনকি তিনি আরো বলেন এই ইমারজেন্সি চালু করার আগে তিনি উনার মন্ত্রিসভার কোন সদস্যকে এই বিষয়ে অবগত করিনি। একটা ভয়াবয় রূপ ধারণ করেছিল তৎকালীন সময়ে গোটা ভারতবর্ষে। সাধারণ জনগণ থেকে বুদ্ধিজীবী মহল এর প্রতিবাদ করলেই তাদেরকে জেলে পুরে দেওয়া হতো। আজ প্রায় ৫০ বছর পূর্তি হতে চলেছে। এই বিষয়টি আজকের যারা যুবসমাজ আজকের যারা ছাত্র সমাজ তারা জানেইনা তাই সেই ভয়াবহতা সকলের কাছে তুলে ধরা হলো। তবে এই আলোচনাগুলি যাদের সঙ্গে তুলে ধরা হলো অর্থাৎ অধিকাংশই ছাত্র-ছাত্রী ছিল। যার কারণে বারবার মাইক যুগে যিনি সঞ্চালক হিসেবে তিনি বারবার বলবার চেষ্টা করেছিলেন ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখতে সকল ছাত্র-ছাত্রী যেন চেচামেচি না করেন। যদিও মন্ত্রী অনিমেষ দেববর্মা উনার আলোচনার শুরুতেই তিনি বলবার চেষ্টা করেন ছাত্র-ছাত্রীদের এবং ছাত্র-ছাত্রীর গাইডদের ছাত্র-ছাত্রীরা যে এত পরিমাণ চিৎকার চেঁচামেচি করতে পারে আজ তিনি খোয়াইয়ের নতুন টাউনহলের এই সভাতে উপলব্ধি করতে পেরেছেন। তাই তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ছাত্র-ছাত্রীদের চিৎকার চেঁচামেচি যেন ক্যামেরাবন্দি করে রাখেন। তবে এই অনুষ্ঠানের হলঘরটি কানায় কানায় পরিপূর্ণ ছিল ছাত্র-ছাত্রীদের দ্বারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য