Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপাউয়ার টেইলার দিয়ে হাল চাষ করতে গিয়ে পাউয়ার টেইলার এর ব্লেইডে আটকে...

পাউয়ার টেইলার দিয়ে হাল চাষ করতে গিয়ে পাউয়ার টেইলার এর ব্লেইডে আটকে এক কৃষকের দুটি পা ক্ষত বিক্ষত।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০শে জুন…. সোমবার সকাল ৭টা ৩০মিনিটে পাওয়ার টেলার দিয়ে জমি চাষ করতে গিয়ে পাওয়ার টেইলারের ধখরালো ব্লেইডে আটকে এক কৃষকের দুটি পা ক্ষত বিক্ষত হল। ঘটনা খোয়াই ধলাবিল চা বাগান এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে এক প্রত্যক্ষ দর্শী এক কৃষক জানান খোয়াই মহকুমা এলাকার দুর্গানগরের বাসিন্দা তথা কৃষক বিধান দাস বয়স আনুমানিক ৫০ নিজের পাওয়ার টেইলার নিয়ে ধলা বিল চা বাগান সংলগ্ন দুলাল গোয়ালার খেতে পাওয়ার টেইলার দিয়ে ক্ষেতে হাল চাষ করছিলেন। পাশাপাশি আরেকটি খেতে রেগার কাজ চলছিল। অন্যদিকে রেখার কাজ করার জন্য পাশের একটি জমিতে মেশিনটিকে নিয়ে যাবার পথে পাওয়ার টেইলারের ব্লেডে বিধান দাসের পা কোননা কোন ভাবে আটকে যায় । আর শক্তিশালী পাওয়ার টেইলারের ঘূর্ণমান ব্লেইডের কারণে বিধান দাসের দুটি পা সেখানে আটকে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে পড়ে। কোনভাবে বিধান দাস পাওয়ার টেইলার টিকে বন্ধ করে পাউয়ার টেইলারের একটি রডে ঝুলে চিৎকার করতে থাকে। তা দেখে পাশের ক্ষেতের রেগার কাজ করা মহিলা শ্রমিকরা দৌড়ে আসে । এবং বিধান দাস কে সবাই মিলে উপরের দিকে তুলে ধরে। তা দেখতে পেয়ে আরেক কৃষক দৌড়ে এসে এই পাওয়ারটিলার এর ব্লেইড খুলে ব্লেইডের ভিতর থেকে ক্ষত বিক্ষত অবস্থায় বিধান দাস এর দুটি পা কে বের করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিধান দাস কে প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করে দেন আশঙ্কা জনক অবস্থায়। তবে জিবি হাসপাতাল সুত্রে জানা যায় বিধান দাসের অবস্থা আশঙ্কা জনক। এমনকি উনার পা কটা যাবার সম্ভাবনা ও রয়েছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য