Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প অনুষ্ঠান।

খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই জুন……. রবিবার দুপুরে খোয়াই এর নতুন টাউন হলে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্পের সভা । এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ তথা বিজেপি রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা, সম্পাদক সমীর কুমার দাস, জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, মন্ডল সভাপতি অনুকুল দাস সহ অন্যান্য অতিথিরা। প্রথমেই রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যকে খোয়াই ২০৮ নং জাতীয় সড়ক সংলগ্ন মহাদেব টিলা এলাকা থেকে যুব মোর্চার কর্মীরা ওনাকে বাইক রেলি করে, খোয়াই নতুন টাউন হলে নিয়ে আসেন। বেলা বারোটায় বিকশিত ভারত সংকল্প সভা শুরুতেই খোয়াই বিজেপি মন্ডলের সভাপতি অনুকূল দাসকে সভাপতি করে সভার কাজ শুরু করেন। একে একে সকল অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন। সর্বশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজীব ভট্টাচার্য সকলের উদ্দেশ্যে অর্থাৎ দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা প্রদান করেন। গত দুইটি বিধানসভা নির্বাচনে খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা পরাজিত হয়েছি। আজ খোয়াই নতুন টাউন হলের কানায় কানায় পরিপূর্ণ ছিল কর্মী সমর্থদের নিয়ে। তিনি বলেন এই হল বলে দিচ্ছে আগামী ২০২৮ বিধানসভা নির্বাচনে খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। অর্থাৎ তিনি বলেন এই হলই বলে দিচ্ছে ২০২৮ বিধানসভা নির্বাচনে খোয়াই বিধানসভা কেন্দ্রে পদ্ম ফুল ফুটবে। তিনি আরো বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে আমি আপ্লুত খোয়াই মন্ডলের অন্তর্গত বিকশিত ভারত সংকল্প সভায় যে পরিমাণ কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন এবং মায়েরা উপস্থিত হয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আগামী ২০২৮ বিধানসভা নির্বাচন আমরা জয়যুক্ত করব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য