Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএমের কাউন্সিলর সহ ছয় পরিবারের ১৪ ভোটার বিজেপিতে যোগদান

রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএমের কাউন্সিলর সহ ছয় পরিবারের ১৪ ভোটার বিজেপিতে যোগদান

গোপেশ রায় ,তেলিয়ামুড়া প্রতিনিধি।
২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন সিপিএম দলের কাউন্সিলর শ্যামল মালাকার সহ ৬ পরিবারের ১৪ জন ভোটার বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলের শামিল হন আজ সন্ধ্যায় এক সভার মধ্য দিয়ে। এদিনের উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় ও মন্ডলের নেতৃত্বগণ। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন বিধায়িকা কল্যাণী রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা বলেন রাজ্যে উন্নয়ন এবং সরকারের কাজকর্মে খুশি হয়ে আজকে বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন প্রাক্তন কাউন্সিলর শ্যামল মালাকার সহ ছয় পরিবারের পরিবারের ভোটাররা। এবং বিজেপি দলের হয়ে কাজ করার অঙ্গীকার করে ওরা । এই ধরনের কর্মসূচি ২৮ বিধানসভা তেলিয়ামুড়া কেন্দ্রে বরাবরই আগামী দিন চলতে থাকবে বলে জানান বিধায়িকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য