Thursday, August 7, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই শহরের বুকে দিনদুরে আবার চুরি। বাড়ির ভাড়াটিয়ার অবর্তমানে লকার ভেঙ্গে চার...

খোয়াই শহরের বুকে দিনদুরে আবার চুরি। বাড়ির ভাড়াটিয়ার অবর্তমানে লকার ভেঙ্গে চার ভরি স্বর্ণ সহ ২০ হাজার টাকা চুরি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে মে……কিছুদিন বন্ধ থাকার পর আবার চোরের দলের হামলা। খোয়াই পুর পরিষদের বিপরিত দিকের একটি বাড়ির ভাড়াটিয়ার অবর্তমানে তাদের ঘড়ের দরজা ভেঙ্গে চুরি। ঘটনা খোয়াই বনকর এলাকায় শুক্রবার দুপুর নাগাদ। ঘটনার বিবরণ দিয়ে ঐ বাড়ির ভাড়াটি হিরন কুমার দেববর্মা জানান তারা খোয়াই পুর পরিষদের বিপরিত দিকে শিক্ষক অনন্ত রায়ের বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার দুপুর একটা নাগাদ তারা সবাই গ্রামের বাড়িতে চলে যায়। সন্ধ্যা সাতটা নাগাদ তারা ভাড়াটিয়া বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায় ঘরের আলমিরা ভাঙ্গা। এবং এই আলমিরা ভেঙ্গে লকার থেকে হিরণ কুমার দেববর্মার স্ত্রীর চার ভরি স্বর্ণ সহ কুড়ি হাজার টাকা চুরি হয়ে যায়। চোরের দল বাড়ির পিছনের লোহার দরজা ভেঙে ঘরে ঢুকে দা এবং সাবল দিয়ে আলমিরা ভেঙ্গে চুরি কান্ডটি ঘটায় বলে জানান ভাড়াটিয়া হিরন কুমার দেববর্মা। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তবে ধারণা করা হচ্ছে খোয়াই শহরের বুকে প্রায় প্রতিদিন এই ধরনের চুরি কান্ড ঘটছে। তার পেছনে রয়েছে বিশেষ করে নেশা কারবারিরা। চোরের দল নেশা কারবারের যোগান দিতেই প্রায় সময় খোয়াই শরের বিভিন্ন এলাকাতে এই ধরনের চুরি কাণ্ড গুলি ঘটাচ্ছে। আর প্রত্যেকটি চুরি ঘটনা ঘটছে সকাল ১১ টা থেকে দুপুর দুটোর মধ্যে। বিশেষ করে ঐসব বাড়ি ঘর গুলিতে। যে সব বাড়ির ঘরে ওই সময় কেউ থাকেনা। সেই বাড়িঘর গুলি ফাঁকা থাকার কারণে সেই ফায়দাটা তুলছে চোরের দল। তবে এই চুড়ি কান্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একটি গ্রুপ বাড়ির আশেপাশে নজর রাখছে অন্য আরেকটি গ্রুপ বাড়িতে ঢুকে চুরি কান্ড গুলি ঘটাচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করে চলেছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য