বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে মে…..শনিবার দুপুরে খোয়াই ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির বিভাগীয় কার্যালয়ে পালিত হল সি পি আই এম দলের প্রয়াত নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা।সি পি আই এম এর খোয়াই জেলা কমিটির সদস্য তথা খোয়াই মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্যা , গৌরী পালের স্মরণসভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই স্মরণ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম দলের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস। পদ্ম কুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, গায়েত্রী দত্ত, সুখেন্দু বিকাশ দে, মনিন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত গৌরী পালের স্বামী অজয় ঘোষ এবং উনার মেয়ে। এছাড়া উপস্থিত ছিলেন পার্টির বিভিন্ন কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রথমেই নারী নেত্রী গৌরী পালের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেত্রীবরগরা। এবং উনার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।এই স্মরণ সভাতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন গৌরী পাল একজন লড়াকু নেত্রী ছিলেন। এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করে গেছেন। কিভাবে দলকে এগিয়ে নেওয়া যায় সেই ভাবেই কাজ করেছেন বলে প্রয়াত গৌরি পালে জীবনি নিয়ে আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুধু তাই না পার্টির খারাপ এবং ভালো সময়ে ও পার্টির সাথে ওতপ্রুত ভাবে জড়িত ছিলেন তিনি। দলকে তিনি এমন ভাবে ভালোবেসে ছিলেন যে আমৃত্যু একজন পার্টির সদস্যা হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে উনার মত একজন নিষ্ঠাবান কর্মীকে হারিয়েছে দল। এর জায়গা কোনদিন পূরণ হবে না। উনার জীবনে এই দলে থেকে কাজ করার অনেক নজির করেছেন তিনি। যার ছাপ খোয়াই মহাকুমার প্রত্যেকটি পার্টির কর্মীদের মধ্যে তিনি রেখে যেতে পেরেছেন। যার ফলে পার্টির প্রত্যেকটি সদস্য ও সদস্যরা চোখের জলে তাদের এই নারী নেত্রীকে শেষ বিদায় জানিয়েছেন। এমন ও দেখা গেছে শনিবারের এই স্মরণ সভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন বক্তব্য রাখতে গিয়ে গৌরি পালের জীবন কাহিনী নিয়ে আলোচনা করছিলেন তখন স্মরণ সভায় উপস্থিত পার্টির প্রত্যেকটি সদস্য ও সদস্যাদের চোখের জল আসতে দেখা গেছে। তার থেকেই বুঝা গেছে প্রয়াত নারীনেত্রী গৌরী পাল সিপিএম দলের একটি সম্পদ ছিল। সেই সম্পদ টিকে চিরতরে হারিয়ে ফেলে সিপিএম দল। এছাড়া মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্বরা প্রয়াত গৌরি পালের স্মৃতিচারণ করেন উনার কর্মজীবনের উপর।