Wednesday, August 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপেহেল গাঁওয়ের হত্যার বদলা নিতে ভারতীয় সেনারা সার্থক ভাবে অপারেশন সিন্দুর অভিযান...

পেহেল গাঁওয়ের হত্যার বদলা নিতে ভারতীয় সেনারা সার্থক ভাবে অপারেশন সিন্দুর অভিযান চালায়।তাই ভারতের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে খোয়াই মহিলা মোর্চার উদ্যোগে ধন্যবাদ রেলি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে মে……গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেয়েল গাঁও এ পাক মদদপুষ্ট সন্ত্রাসবাদিদের পরিকল্পনামাফিক আক্রমণে ২৬ জন ভারতীয় নিহত হয়। এই বর্বরচিত আক্রমণে গোটা ভারতবাসী তীব্র নিন্দা জানায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর শুরু করেন ।এবং এই অপারেশন সিঁদুর এর ঐতিহাসিক বিজয় ও সাফল্যের জন্য দেশের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিকেলে মহিলা মোর্চা খোয়াই মন্ডলের উদ্যোগে সিঙ্গীছড়া ২ নং বাজার থেকে সিঁদুর যাত্রা শুরু হয় ।হাজারো মহিলারা স্লোগান তোলেন ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিন্দাবাদ। মিছিল গুলি খোয়াই মন্ডলের অন্তর্গত ১৫ ,১৬, ১২, ৩,১১ নং বুথ এর রাজপথ পরিক্রমা করে ভারত কল্যাণে এসে সমাপ্ত হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সভাপতি বিনয় দের্ববর্মা, খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, পুর পিতা দেবাশীষ নাথ শর্মা, অনিমেষ নাগ সাগর দেব , প্রণব বিশ্বাস , অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই মিছিলে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য