Thursday, October 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পুর পরিষদের সহায়তায় পুরাতন টাউন...

খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পুর পরিষদের সহায়তায় পুরাতন টাউন হলে পালিত হল রবিঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই মে..…….খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই পুর পরিষদের সহায়তায় শুক্রবার দুপুর ১২টার খোয়াই পুরাতন টাউন হলে পালিত হল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,তথ্য আধিকারিক দীলিপ কুমার দেববর্মা ,পুর কাউন্সিলার পিজুস কান্তি চৌধুরী ও নিবাস সাহা, খোয়াই পদ্মবিল ব্লকের চেয়ারম্যান প্রাসান্ত দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা বলেন তিনি এমন কিছু লিখে গেছেন যা সারা বিশ্বের কাছে তিনি বিশ্বকবি হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আমাদের জীবনে চলার পথে উনার প্রতিটি লেখার উপলদ্ধি পরিলক্ষিত হয়। শুধু তাই না ভারতের স্বাধীনতা আন্দোলনের খেত্রে উনার বিভিন্ন লেখা অগ্রগুনি ভূমিকা পালন করে ছিল বিশেষ করে স্বাধীনতা সংগ্রামিদের জন্য। তিনি ইংরেজদের দ্বারা জালিয়ান ওয়ালবাগ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ও ত্যাগ করেন। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিত্ব। তবে ওনার ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তাইতো ১৬৪ বছর পরও ওনার লেখনীর কারণে সারা বিশ্ব উনাকে আজও স্মরণ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য