Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদটি আর বি টি অন্তর্গত খোয়াই মহকুমার ৮টি সেন্টারে ট্যাট- ২ এর...

টি আর বি টি অন্তর্গত খোয়াই মহকুমার ৮টি সেন্টারে ট্যাট- ২ এর পরিক্ষার্থী ২০৪০ জন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে এপ্রিল……টি আর বি টির অন্তর্গত রবিবার রাজ্যের বিভিন্ন জেলা এবং মহাকুমাতে ট্যাট – ২ এর পরীক্ষা শুরু হয়েছে। তেমনি ভাবে খোয়াই জেলাতে ট্যাট -২ এর অন্তর্গত ১১টি স্থানে এই পরীক্ষা চলছে। তার মধ্যে খোয়াই মহাকুমাতে এই পরীক্ষার ভেনু রয়েছে আটটি স্কুলে। স্কুলগুলি হল ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই স্কুলে পরীক্ষা দিচ্ছে ২২৮ জন। খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ২০৪ জন। লাল ছড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ১৮০ জন। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ৪৩২ জন। চেবরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ২১৬ জন। গনকি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ১৪৪ জন। শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ২০৪ জন। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ৪৩২ জন। তবে খোয়াই মহাকুমার আটটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে দুটি স্কুলেই পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি। তার মধ্যে রয়েছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খোয়াই-সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় উভয় স্কুলই ৪৩২ জন করে পরীক্ষা দিচ্ছেন। খোয়াই মহাকুমার অন্তর্গত সাতটি পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিচ্ছেন মোট ২০৪০ জন ছাত্রছাত্রীরা।তবে এই পরিক্ষায় অনেকেই অনুপস্থিত ছিলেন বলে জানা যায়।এই ট্যাট পরীক্ষাকে কেন্দ্র করে টি আর বি টি কঠোর আইন-কানুন তৈরি করে দিয়েছিল ছাত্র-ছাত্রীদের জন্য। আইনকানুন গুলোই সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানোর জন্য প্রেসমিট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রিকার আগেই ঘোষণা দেওয়া হয়েছে। যে যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে পরীক্ষার দিন সকাল ১১ টার মধ্যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে। যদি বা কোন ছাত্র ছাত্রী ১১ টা ১ মিনিটে স্কুলে প্রবেশ করতে যায় পরীক্ষা দেওয়ার জন্য সেই ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করতে দেওয়া হবেনা ট্যাটের নিয়ম কানুন অনুযায়ী। প্রতিটি পরীক্ষা সেন্টারে দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বিকেল ২ টা ৩০ মিনিটে ।তাতে দেখা গেছে খোয়াই মহাকুমার অন্তর্গত অটটি পরীক্ষার সেন্টারেরই অনেক ছাত্রছাত্রী সকাল ১১ টার পর পরীক্ষা দিতে আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাতে করে অনেক ছাত্র-ছাত্রীরা পরীক্ষা না দেওয়ার কারণে কান্নাকাটি করে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে। এই ট্যাট পরীক্ষা কে কেন্দ্র করে মহকুমার অটটি স্কুলেই নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। আর সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মহকুমা পুলিশ আধিকারিক সমস্ত পরীক্ষা সেন্টার গুলিতে পরিদর্শন করতে ও দেখাযায়। পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীদের মুখে হাসি দেখে বোঝা গেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে। ট্যাট পরিক্ষা বিষয়ে এক ছাত্রীর সাথে কথা বললে উনি বলেন পরীক্ষা ভালো হয়েছে এবং ভালোভাবে দিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য