বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৫শে এপ্রিল…..খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে শুক্রবার দুপুরে পালিত হল মহকুমা ভিত্তিক জাতীয় বিজ্ঞান দীবস।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মনোজ রায়, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত পাল, অনুষ্ঠানের প্রধান অতিথি খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের প্রফেসার স্বরজিত দে। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা ।কেন বিজ্ঞান দীবস পালন করা হয় এই বিষয়ে বলতে গিয়ে শিক্ষক মনোজ রায় বলেন ডঃ সি ভি রমন ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান উনার আবিষ্কৃত রমন এফেক্টের জন্য। এবং উনার আবিষ্কৃত এই মহান আবিষ্কার কে স্মরণ করে রাখতে ১৯৮৬ সালে ভারত সরকার ডঃ সি ভি রমনের এই আবিষ্কারকে সন্মান জানাতে এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।এর পর প্রফেসর স্বরজিত দে প্রজেক্টারের মাধ্যমে ছাত্র ছাত্রীদের রমন এফেক্টের বিষয়ে অবগত করান। এবং অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।