Friday, May 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বিধানসভার অন্তর্গত সুনাতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড বাসুদেব বাড়ির রাস্তাটি...

খোয়াই বিধানসভার অন্তর্গত সুনাতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড বাসুদেব বাড়ির রাস্তাটি সারাই করার জোরালো দিবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২০ শে এপ্রিল……. প্রচলিত একটি কথা আছে পয়সার এপিঠ ওপিঠ উভয় দিকই সমান। তেমনই গত ২৫ বছরে সি পি এম আমলে যেমন হয়নি ,তেমনি চলতি বিজেপি সরকারের ৭ বছরেও তৈরি করে দিতে পারেনি গ্রামের একটি রাস্তা।ঘটনার বিবরণ দিয়ে এলাকা বাসি জানায় খোয়াই বিধানসভার অন্তর্গত সুনাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেব বাড়ি এলাকার ৫ নং ওয়ার্ডের প্রায় ৩ কিলোমিটার রাস্তা তৈরি করে দেয়নি কোন সরকারই।যার ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে এলাবাসির ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গত কয়েক দশক ধরে। যদিও এই এলাকার ৩ কিলোমিটার রাস্তা মধ্যে মাত্র ৫০ মিটার রাস্তা ইট সোলিং করা হয়েছিল সেই বাম জমানায়, কিন্তু রাস্তার বাকি অংশ আজও কাঁচা রাস্তাই রয়ে গেছে।এর পর এই রাস্তাটিকে সারাই করার জন্য কোন সরকারই হাত দেয়নি। যার ফলে ৫০ মিটার রাস্তাটিও বর্তমানে বেহাল দশায় পরিণত হয় রয়েছে তাতে এলাকার ৮০ টি পরিবারের লোকেরা এই রাস্তা ধরে চলাচল করতে গিয়ে ব্যাপকভাবে সমস্যায় পরেছেন। এলাকাবাসীর দাবি এই রাস্তাটিকে যেন অতিসত্বর পিজ রাস্তা করে দেয় সেই আবেদন করেছেন।এখন দেখার বিষয় খোয়াই বাসুদেব বাড়ির সেই রাস্তাটি এলাকাবাসীর সার্থে উর্ধতন কর্তৃপক্ষ কবে নাগাদ সারাই করে দেন সেই দিকে তাকিয়ে রয়েছে সমস্ত এলাকাবাসীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য