Thursday, March 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনতুন করে খোয়াইতে নিগো মাফিয়া দের তাণ্ডব শুরু। টেন্ডার তুলে নেওয়ার জন্য...

নতুন করে খোয়াইতে নিগো মাফিয়া দের তাণ্ডব শুরু। টেন্ডার তুলে নেওয়ার জন্য এক ঠিকাদারকে হুমকি থানায় মামলা।

খোয়াই প্রতিনিধি ১১ই মার্চ…….কিছুদিন বন্ধ থাকার পর আবার জেগে উঠলো খোয়াইয়ে নিগো মাফিয়াদের দৌরাত্ম্য। তেমনি ভাবে এক ঠিকাদারকে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হল কাজ ছেড়ে দেওয়ার জন্য। অবশেষে সেই ঠিকাদার নিগো মাফিয়া দের নাম ধাম দিয়ে মঙ্গলবার দুপুর খোয়াই থানায় একটি মামলা করে। এবং সেই মামলার কপি জেলা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় বলে জানান ঠিকাদার।২০১৮ থেকে রাজ্যে বিজেপি সরকার শাসন করছে। তারমধ্যে দুটি নির্বাচন পেরিয়ে গিয়ে সরকারের বয়স এখন সাত বছর। কিন্তু দেখা গেছে সরকার পরিবর্তনের পর ২০১৮ সালের ৩ মার্চ থেকে খোয়াই মহকুমা জুড়ে ঠিকেদারি কাজের নিগোসিয়েশন চক্রের মাফিয়াদের যে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছিল গত সাত বছর পর আজও তা সমানতালে জারি রয়েছে। মধ্যে কিছুদিন বন্ধ থাকলেও খোয়াই মন্ডল সভাপতি পরিবর্তন হওয়ার পর পরই নিগু চক্ররা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ক্রমশ। এদের এই দৌরাত্ম্যে অতিষ্ঠ নিরীহ ও সাধারণ ঠিকেদারেরা। সকাল সন্ধ্যা নিগো চক্রের চাঁইদের দখলে থাকে পূর্ত দপ্তরের খোয়াই ডিভিশনের কার্যালয়। এদের যন্ত্রণায় পূর্ত দপ্তরের অফিসে এসে সরকারের নিয়ম নির্দেশিকা মেনে কোনও ঠিকেদারি কাজের টেন্ডার জমা দেওয়ার উপায় নেই। একাধিক ঠিকেদার নিগো চক্রের একাধিকবার নিগৃহীতও হয়েছেন। নিগো সন্ত্রাসীদের হুমকি ধমকিতে তটস্থ হয়ে আতঙ্কিত এক ঠিকেদারকে মঙ্গলবার খোয়াই থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশের কাছে হুমকি দেওয়া ব্যক্তিদের নাম ধাম দিয়ে। গোটা বিষয়টিকে নিয়ে বিবরণ দিয়ে ঠিকাদার বিপ্লব দাস জানান খোয়াই পূর্ত দপ্তরের অন্তর্গত খোয়াই শিববাড়ি রোড থেকে বারবিল তহশীল পর্যন্ত রাস্তার মেরামতি কাজের জন্য বৈধ টেন্ডার পান সেই ঠিকাদার। টেন্ডারের আইডি নাম্বার ২০২৫ CEPWD 58903-j আরেকটি টেন্ডার হল আইডি নাম্বার CEPWD 58904 । এই কাজের বরাত পাওয়ার পর বিপ্লব দাস কে কে বা কার প্রতিনিয়ত ফোন করে হুমকি প্রদান করছে টেন্ডার ছেড়ে দেওয়ার জন্য। যদি অতিসত্বর টেনে ছেড়ে না দেওয়া হয় তাহলে তার জন্য ঠিকাদারের বিপদ হতে পারে। অবশেষে ঠিকাদার বিপুল দাস নামধাম দিয়ে খোয়াই থানায় একটি মামলা করে। এবং সেই মামলার কপি পাঠিয়ে দেওয়া হয় জেলা পুলিশ সুপারের কাছে এবং অন্যটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এই বিষয়ে ঠিকাদার বিপ্লব দাসের কাছে জানতে চাইলে তিনি সমস্ত ঘটনাটি জানান এবং এর বিচার চাইছেন বলে সাংবাদিকদের জানান। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশ সুপার এই বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নিকো মাফিয়া দের বিরুদ্ধে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য