খোয়াই প্রতিনিধি ৯ই মার্চ….প্রচলিত একটি কথা আছে মনের ইচ্ছা শক্তি থাকলে যেকোনো বয়সেই অসাধ্য সাধন করে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। তেমনি এক কাজ করে দেখালেন খোয়াই উত্তর দুর্গানগরের ৬৫ ঊর্ধ্ব পোস্ট অফিসের এক মহিলা এজেন্ট।২০২৪ ও ২৫ এই অর্থবছরে ৬৫ ঊর্ধ্ব খোয়াই পোস্ট অফিসের এক মহিলা এজেন্ট ২ কোটি ১২ লক্ষ ১৪ হাজার টাকার বিভিন্ন ধরনের পলিসি করার কারণে রাজ্য ইন্ডাস্ট্রিয়াল ফাইনালস এবং খোয়াই মহকুমা শাসকের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের দিন বিশেষ এজেন্ট হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা দিপালী দেবকে। যদিও ওনার এই পথটা সুগম ছিল না। টানা ৩৬ বছর ধরে ঝড়, বৃষ্টি,রোদ, তুফানকে উপেক্ষা করে তিনি এই কাজ করে চলেছেন বিশ্বস্ততার সাথে। যার ফলে পোস্ট অফিসের এজেন্ট হিসেবে দীপালি দেবের নাম ও খ্যাতি খোয়াই শহরে ব্যাপক। এই বয়সে দাড়িয়েও দিপালী দেব পোস্ট অফিসের এজেন্সি করে নিজের সংসার প্রতিপালন করছেন। উনার সংসারে ১০ জন সদস্যের ভরণপোষণ তিনি নিজেই বহন করে থাকেন। এত পরিশ্রম করার পরও উনার কোন ক্লান্তি নেই। এই পেশায় যোগ দিয়েছিলেন ১৯৮৯ সালে। তখন থেকেই পায়ে হেঁটে হেঁটে বহু দূরান্তে গিয়ে পোস্ট অফিসের কাজ করতেন। এখনো প্রচুর পরিমাণে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের পলিসি করান উনি গ্রাহকদের এই মহিলা দিপালী দেব। খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা। এক হার না মানা জীবন কাহিনী দিপালী দেবের। বিশ্বাস ও সততার উপর কাজ করার কারণে গ্রাহকদের কাছে তিনি খুবই বিশ্বস্ত এজেন্ট। তাইতো এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিপালী দেবকে সংবর্ধনা জানালো Direct torate of Institutional finance এবং খোয়াই মহকুমা শাসকের অফিস থেকে। শনিবার দুপুর তিনটা নাগাদ দুর্গানগর স্থিত উনার বাড়িতে দিপালী দেব নিজের জীবনের হার না মানা উপলব্ধিগুলি সাংবাদিকদের ক্যামেরার সামনে একান্ত ভাবে তুলে ধরলেন তিনি। এই আর্থিক বছরে তিনি ডাক বিভাগকে ২ কোটি ১২ লক্ষ ১৪ হাজার টাকার পলিসি মারফত জমা দিয়েছেন। আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন এইরকম পরিশ্রমী নারীদের আমরা কুর্নিশ জানাই। আদম্য জেদ এবং মনের ইচ্ছা শক্তি থাকলে যে সবকিছুই সম্ভব, এবং কোন কাজই যে ছোট নয় তা প্রমাণ করে দেখালেন দিপালী দেব। আন্তর্জাতিক নারী দিবসের দিন দুর্গানগরের দিপালী দেব এক মহিলা হয়ে এক অনন্য নজির গড়ে দেখালেন খোয়াই বাসীর জন্য।এই সন্মান পেয়ে তিনি খুবই খুশি কুর্নিশ এই ধরনের মহিলাদের প্রতি। তবে উনার এই সাফল্যের কারণে উনার গোটা পরিবার সহ দুর্গানগর এলাকায় খুশির জোয়ার।