খোয়াই প্রতিনিধি ৫ ই মার্চ……খোয়াই আশারাম বাড়ি স্হিত ৭০ নং বি এস এম কেম্পের জওয়ান দের কারনে এক ব্যক্তির দুই কানি রাবার বাগান পুরে ছাই।ঘটনা বুধবার সকাল দশটা নাগাদ আসারামবাড়ী ৭০ নং বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকার নিখিল চন্দ্র দাসের রাবার বাগানটি আগুনে বস্মিভূত হয়ে যায়। ঘটনার বিবরণ দিয়ে বাগানের মালিক নিখিল চন্দ্র দাস জানান আশারাম বাড়ির বি এস এফ কেম্পের ৭০ নাম্বর ব্যাটালিয়নের কর্মীরা বি এস এফ ক্যাম্পের আবর্জনা পরিষ্কার করে কেম্পের পাশে একটি রাবার বাগানের পাশে আগুন ধিরিয়ে দেয়। তাতে সেই আগুন নিখিল চন্দ্র দাসের রাবার বাগানে চলে আসলে সেই আগুনে নিখিল চন্দ্র দাসের বাগানে বাগানের ৬০/৭০টি রাবার গাছ পুড়ে হয়ে যায় বলে অভিযোগ জানান তিনি।এই ঘটনা নতুন নয়।এর আগেও এই ধরনের ঘটনা ওনার সাথে হয়েছে বলে জানান নিখিল চন্দ্র দাস এই কেম্পের কারনে। রাবার বাগানের পাশে এই ভাবে আবরজনাতে আগুন না ধরানোর বার বার তাদের কে বলা সত্ত্বেও কেম্পের জওয়ানরা কোন কথা শুনেনি। যার ফলে ওই কেম্পের জওয়ানদের কারনে এই ধরনের ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত বলেও অভিযোগ এলাকাবাসীর। শেষে খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরে যায় নিখিল চন্দ্র দাসের রাবার বাগানটি। তাতে নিখিল চন্দ্র দাসের কয়েক লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই ধরনের ঘটনা আশারামবারি এলাকায় আরো কয়েক জনের সাথে হয়েছে বলে জানা যায়। শেষে কেম্পের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে বিষয়টি কে ধামাচাপা দেওয়া হয়।