তেলিয়ামুড়া প্রতিনিধি—
সি.পি.আই.এম ও কংগ্রেস’কে কটাক্ষ বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য বিজেপি দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্য সভার সংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হল গৃহে। এই দিনের এই অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সাংগঠনিক সভা শুরুর পূর্বে বিজেপি দলের দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি কমিটির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে কমিউনিটি হল গৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরবর্তীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ই মার্চ আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত থাকার বার্তা দিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনের এই আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সি.পি.আই.এম সরকারের তীব্র সমালোচনা করেন।
এক সাক্ষাৎকারে প্রদেশ কমিটির রাজীব ভট্টাচার্য্য বলেন, আগামী স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দল গুলির সাথে হাত হাত রেখে নির্বাচনে অবতীর্ণ হওয়ার বার্তা দেন উপস্থিত নেতৃত্ব’রা।