বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা মার্চ……২০২৩ সকালের ৮ ই মার্চ রাজ্যে দ্বিতীয় বারের মতন দ্বিতীয় বিজেপি সরকার গঠিত হয়েছিল। তেমনি ভাবে ২০২৫ সালের ৮ ই মার্চ দ্বিতীয় বিজেপি সরকারের দুই বছর পূর্তি হচ্ছে। বিজেপি সরকারের এই দুই বছর পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কাজকর্মের রুপ রেখা বা সরকারের সফলতার খতিয়ান জনসমক্ষে তুলে ধরতে আগামী ৯ই মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অর্থাৎ আস্তাবল মাঠে এক বিশাল জনসমাবেশের ডাক দিয়েছে বিজিবি দল। এই সমাবেশকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলাতে সফর করছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা। এবং এই সমাবেশ কে সামনে রেখে প্রতিটি জেলা এবং মহকুমাতে মিটিং করা হচ্ছে। এই বিশাল জনসমাবেশ কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সোমবার বিকেল চার ঘটিকায় খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে জেলার সমস্ত কর্মকর্তাদের নিয়ে এক সাংগঠিনিক বৈঠকে মিলিত হন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য।এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কিশান মোর্চার সাধারণ সম্পাদক জয়দেব দেববর্মা, জেলা সম্পাদক বিনয় দেববর্মা, সাধারণ সম্পাদক সমির কুমার দাস। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মন্ডল বিভিন্ন সভাপতি, জেলার সভাপতি, বিভিন্ন মোর্চার সভাপতিরা। এর আগে তিনি তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায় এই সাংগঠনিক বৈঠকে শেষ করে খোয়াই তে আসেন। এবং জেলার প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন সাংগঠনিক আলোচনা ও হয়।দল চাইছে যেহেতু তারা সরকারের পরিচালন কমিটিতে রয়েছেন ডঃ মানিক সাহার নেতৃত্বে।তাই সরকার রাজ্যের জনগণের জন্য যে কাজ গুলি করেছেন গত দুই বছরে সেগুলি জনসমক্ষে তুলে ধরবার জন্য এই জনসভায় ডাক দিয়েছে বিজেপি সরকার।কারন সরকারের বুকে সাহস আছে কাজের রুপরেখা নিয়ে। মানুষের জন্য কাজ করেছেন এই সরকার।এই জনসমাবেশের পর সরকারের বিভিন্ন কাজকর্মের রুপ রেখা গুলি জেলা ভিত্তিক, মন্ডল ও বুথ স্তরে এই বার্তা পৌছানো হবে বলে জানান বিজেপি দলের রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য।