তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
ঘটনার বিবরণে প্রকাশ,, তেলিয়ামুড়া দক্ষিণ গোকুলনগর ভিলেজের বাসিন্দা ষষ্ঠী দেববর্মা উনার নিজ জায়গায় রাবার চাষ করার মাধ্যমে, পরিবার প্রতিপালন করে আসছেন দীর্ঘদিন ধরে। প্রায় ২০০ থেকে ২৫০ রাবার গাছ রয়েছে উনার রাবার বাগানে। আজ দুপুর নাগাদ এ রাবার চাষী ষষ্ঠী দেববর্মার কাছে খবর যায় যে, উনার রাবার বাগানে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এই খবর পাওয়া মাত্রই উনি তড়িঘড়ি উনার রাবার বাগানে ছুটে আসে এবং স্থানীয় অন্যান্য লোকজনদের সহযোগিতায় আগুন নেভানোর প্রচেষ্টা চালানো হয়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আসার পূর্বেই স্থানীয় লোকজনেরা তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে উনার রাবার বাগানের প্রায় ৬০-৭০ টি রাবার গাছ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। যার ফলে এই রাবার চাষী স্বস্তি দেবরমার প্রায় দু থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার পেছনে কারা দায়ী থাকতে পারে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেনা । এই দুষ্কৃতিকারীদের দ্বারা ঘটানো এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কারা দায়ী রয়েছে এখন সবটাই পুলিশি তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসে কিনা তা এই দেখার বিষয়।।