Saturday, February 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমারুতি সুজুকি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে বাইসাইকেল আরোহী

মারুতি সুজুকি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে বাইসাইকেল আরোহী

তেলিয়ামুড়া প্রতিনিধি : –
সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানাধিন বানর চৌমুহনী এলাকায় বেপরোয়া মারুতি সুজুকি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে এক বাইসাইকেল আরোহী।।
ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তেলিয়ামুড়া ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা জীবন ভৌমিক যখন তেলিয়ামুড়া ব্লক চৌমহনীর রাস্তা দিয়ে বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন তখন বেপরোয়া গতিতে আসা একটি মারুতি সুজুকি গাড়ি, উনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরবর্তীতে ওই গাড়িটি ঘটনস্থলে না দাঁড়িয়ে উনার হাতের উপর দিয়ে গাড়ি চাপিয়ে বেপরোয়া গতিতে দূর্ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটি স্থানীয় লোকজনেরা প্রত্যক্ষ করতে পেরে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীর বিভাগে ওই ব্যক্তির চিকিৎসা চলছে। তবে স্থানীয়রা এই দুর্ঘটনার পেছনে দায়ী ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়নি। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয় কিনা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য