বাসুদেব ভট্টাচার্য্যী খোয়াই ১৬ ই ফব্রুয়ারি……কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে গোটা রাজ্যের সাথে রবিবার বিকেল তিনটায় খোয়াই জেলা কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল তিনটায় খোয়াই জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের জমায়েত সুরু হয় ।সেখান থেকে মিছিল শুরু হয়ে শ্রীনাথ বিদ্যানিকেতন, লাল ছড়া ,সুভাষ পার্ক হয়ে মিছিলটি খোয়াই সুভাষ পার্কের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ মুর্তির পাদদেশে সমাবেশ স্থলে মিলিত হয় সবাই। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিনয় দেব্বর্মা। উনাকে সভাপতিত্য করে সভা শুরু হয় প্রথম আলোচনা করেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। তিনি বলেন এযাবৎ কালের ঐতিহাসিক বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে শ্রমিক কৃষক ও মধ্যবিত্তের জন্য জনকল্যাণকর বাজেট তৈরি হয় বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। এই বাজেট দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী তিনি বলেন কংগ্রেস ও সিপিএম সমালোচনা করছে এই জনমুখী বাজেট কে নিয়ে।এর কারণ এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই ঐ জন বিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলি বিজেপি দলকে বদনাম করা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা । শেষে অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তব্য রাখেন জেলা সভাপতি বিনয় দেব্বর্মা। এছাড়াও এই সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য জয়দেব দেব্বর্মা জেলা সহ সভাপতি বীর মোহন দেব্বর্মা সহ আরো অনেকে।