Wednesday, February 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে গনকি স্কুল মাঠে উৎভোদন হল ২২৫...

১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে গনকি স্কুল মাঠে উৎভোদন হল ২২৫ আসন বিশিষ্ট আটল মনোহর ভবনের ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই ফেব্রুয়ারি…..আজ থেকে ৭৬ বছর আগে খোয়াই বিধানসভার অন্তর্গত মহাদেব টিলা গনকী স্কুল এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ক্রমান্বয়ে আজ এই গনকী স্কুল গনকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উপনীত হয়েছে। রাজ্যে ইতিমধ্যে বহু সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এই গনকী স্কুলের মাঠে একটি কমিউনিটি হল তৈরি করার জন্য দীর্ঘদিনের দাবী ছিল কিন্তু কোন সরকারের পক্ষে তা করে দেওয়া সম্ভব হয়নি। শেষে রবিবার ঐ স্কুল প্রাঙ্গণে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে সুবিশাল ২২৫ আসন বিশিষ্ট অটল – মনোহর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমীর কুমার দাস এছাড়া এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যগনকী গাঁও সভার প্রধান কল্পনা দাস। সভায় উপস্থিত ছিলেন গনকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি দাস এবং মধ্য গনকী গাঁও সভার উপপ্রধান সূর্য কুমার নাথ। অনুষ্ঠানের প্রধান বক্তা অনুকূল দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন এটির জন্য এলাকা বাসী খুব খুশি তাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ করা সম্ভব হয়েছে বর্তমান সরকারের জনকল্যাণমুখী কাজের কারণে। ক্রমান্বয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বহু পরিকল্পনার বাস্তবায়িত হয়ে চলছে। শান্তি উন্নয়ন আমাদের লক্ষ্য আমাদের সরকারের লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন সবশেষে সভাপতি আলোচনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য