Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসম্পন্ন হয় তেলিয়ামুড়া রাংখল পাড়া স্থিত আসাম রাইফেল উচ্চ বিদ্যালয়ের ২৩ তম...

সম্পন্ন হয় তেলিয়ামুড়া রাংখল পাড়া স্থিত আসাম রাইফেল উচ্চ বিদ্যালয়ের ২৩ তম বার্ষিক অনুষ্ঠান

তেলিয়ামুড়া প্রতিনিধি –
একটি জমকালো সন্ধ্যার মধ্য দিয়ে সম্পন্ন হয় তেলিয়ামুড়া রাংখল পাড়া স্থিত আসাম রাইফেল উচ্চ বিদ্যালয়ের ২৩ তম বার্ষিক অনুষ্ঠান ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল ধর্মিন্দর সিং চৌহানে। শ্রীমতি নেহা চৌহান, সেনা মেডেল ভাইস চেয়ারম্যান এআরএইচএস তেলিয়ামুরা, জিতেন্দ্র চৌহান এবং শ্রীমতি জেএস চৌহান শ্রীমতি বন্দনা জামওয়াল পরিবেশবাদী এবং সমাজ সংস্কারক শ্রী নীরজ জামওয়াল কমিডেট 104 বিএন এম এম শর্মা শর্মা কমড. Bn BSF, Dy Comdt শ্রী পুরান চাঁদ সোনওয়াল সহ অন্যান্যরা। বিগত ২৩ বছর যাবৎ এই বিদ্যালয় সুনামের সাথে পঠন পাঠন এবং ছাত্র ছাত্রী দের উন্নত শিক্ষা প্রদান করে আসছে। এছাড়াও খেলাধুলা, বিজ্ঞান প্রদর্শনী, অলিম্পিয়াড সহ নানা কো কারিকুলাম এক্টিভিটিতেও বিদ্যালয়ের সুনাম অর্জন করে চলেছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা বলে জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল শিখা কোসওয়াল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য