বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে জানুয়ারি….….সারা রাজ্য জুড়ে চলছে পুলিশ সপ্তাহ দিবস। এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। একে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে খোয়াই বিমানবন্দর মাঠে অনুষ্ঠিত হলো খোয়াই মহিলা পুলিশ বনাম খোয়াই ভগত সিং ব্যায়ামাগারের জুডো প্লেয়ারদের সাথে এক প্রীতি ক্রিকেট ম্যাচ। এই দিন দুপুরে খোয়াই বিমানবন্দর মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রমেশ যাদব,অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল, মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা সহ অন্যান্য পুলিশ অফিসাররা। এই দিন বিমানবন্দর মাঠে প্রথমে খেলতে নেমে খোয়াই ভগৎ সিং ব্যায়ামাগারের দল ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ১৭৪। শেষে খেলার দ্বিতীয়ার্ধে খোয়াই মহিলা থানার পুলিশকে জেতার জন্য রান করতে হবে ১৭৫ সেই লক্ষ্য নিয়ে তারা মাঠে নামে। মহিলা থানার উদ্যোগে কেন প্রীতি ম্যাচের আয়োজন এই প্রসঙ্গে বলতে গিয়ে জেলা পুলিশ সুপার রমেশ যাদব বলেন পুলিশ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে গত কয়েকদিন আগে স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের ড্রেস পরিয়ে কিছু সময়ের জন্য তাদের উপর পুলিশের কার্য ও দায়িত্বভার শপে দেওয়া হয়। যাতে করে সেই সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ পুলিশের কার্যক্রম এবং জনগণের জন্য জনগণের সেবায় নিয়োজিত থাকে তাই বোঝানোর চেষ্টা করেন। পাশাপাশি পুলিশ চায় সর্বদা জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে। তাতে করে সমাজের অনেক ক্রাইম কে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। জনগণের সাথে পুলিশের যখন সুসম্পর্ক থাকে তখনই জনগণ সমাজ থেকে ক্রাইম কে দূর করতে পুলিশকে সাহায্য করে অথবা পুলিশের সাথে এক জোট হয়ে কাজ করে বিভিন্নভাবে। সেই সম্পর্কটা যাতে আরো সুমধুর হয় এর জন্যই এই প্রীতি ক্রিকেট খেলার আয়োজন যাতে সমাজে একটি ভালো বার্তা যায় যে পুলিশ এবং সাধারণ মানুষ একসাথে কাজ করছে দেশ ও সমাজের সেবায়।