তেলিয়ামুড়া প্রতিনিধি:
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য, কাউন্সিলর নীতিন কুমার সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে প্রদীপ ধর ,পরিমল নন্দী , বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ প্রমুখ,রা।
সাত দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য। অন্যদিকে,, একই দিনে মাধ্যমিক ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় তৎসঙ্গে তেলিয়ামুড়া বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়িকা বলেন,, স্বামীজীর বক্তব্য অনুসারে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কাজেই ছাত্র ছাত্রী দের মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের পড়াশুনা যেন কোন অবস্থাতেই ঘারতি না ঘটে সেই দিকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার তথা বিধায়িকা। সেই উদ্দেশ্যেই বিদ্যালয়ের জন্য জয়েন্ট বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও বিদ্যালয়ের উন্নতিতে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন তিনি। এছাড়াও
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা এন.এস.এস এর গুরুত্ব নিয়ে এক মনমুগ্ধ কর আলোচনা করেন।