খোয়াই প্রতিনিধি ৬ই জানুয়ারি…….. সোমবার সকালে খোয়াই থানাধিন গৌরনগর স্কুল চত্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই বিষয়ে খোয়াই থানার ইন্সপেক্টর যুগল ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আজ সকাল দশটা নাগাদ পুলিশের কাছে খবর আসে খোয়াই থানা অন্তর্গত গৌরনগর স্কুল চত্বরে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি পড়ে রয়েছে। এই খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক তদন্ত করার পর জানায় লোকটি মৃত। পরবর্তীতে পুলিশ ওই অজ্ঞাত পরিচয়ের মৃত ব্যক্তিটি কে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ জানায় কোন ধরনের তথ্য বা সংশ্লিষ্ট এলাকার জনগণের পরিচিত নয় বলেও জানান। এলাকার জনগণ এই কথাগুলো পুলিশকেও জানিয়েছে বলে সাংবাদিকদের জানান। যদিও গোটা ঘটনাটি তদন্ত করছেন সরজমিনে। এখন দেখার বিষয় এই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির আসল মৃত্যুর কারণ এবং পরিচয় পুলিশ বের করতে পারে কিনা।