Thursday, January 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআগুনে ক্ষতিগ্রস্ত এক রাবার ব্যবসায়ির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল খোয়াই...

আগুনে ক্ষতিগ্রস্ত এক রাবার ব্যবসায়ির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল খোয়াই মহাকুমার রাবার ডিলার এসোসিয়েশন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে ডিসেম্বর…….গত কিছুদিন আগে গভীর রাতে এক রাবার ব্যবসায়ীর স্মোক হাউসটি আগুনে পুরে যায়। সেই কারণে খোয়াই মহকুমা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত রাবার ব্যবসায়ীর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা করলো খোয়াই রাবার ডিলার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকালে আগুনে ক্ষতিগ্রস্ত প্রসেনজিৎ দেববর্মার বাড়িতে উপস্থিত ছিলেন রাবার ডিলার এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি কল্যাণ দেববর্মা। এছাড়া উনার সাথে উপস্থিত ছিলেন খোয়াই মহাকুমার রাবার ডিলার এসোসিয়েশনের সম্পাদক সংগ্রাম চৌধুরী, সভাপতি রূপেশ দেববর্মা, কোষাধক্ষ অসীম দাস, এসোসিয়েশনের সদস্য টুটন পাল, অপু দেববর্মা সহ অন্যান্য সদস্যরা। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই মহাকুমার রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক সংগ্রাম চৌধুরী জানান গত ৯ই ডিসেম্বর ভোররাতে খোয়াই পদ্মবিল ব্লকের অন্তর্গত পাগলা বাড়ি এ ডি সি ভিলেজের বাসিন্দা প্রসেনজিৎ দেববর্মার স্মোক হাউজটি আগুন লাগে পুড়ে যায়। সেই খবর পেয়ে খোয়াই রাবার ডিলার এসোসিয়েশনের কর্মকর্তারা ঘটনার পরের দিন ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন। এবং দেখতে পান স্মোক হাউসটিতে আগুন লাগার কারণে প্রসেনজিৎ দেববর্মার চার থেকে পাঁচ লক্ষ টাকার রাবারপুরে ছাই হয়ে জবার ফলে প্রসেনজিৎ দেববর্মা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষ ক্ষতিগ্রস্ত প্রসেনজিৎ দেববর্মা খোয়াই রাবার ডিলার অ্যাসোসিয়েশনের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। শেষে বৃহস্পতিবার বিকালে রাবার ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫১ হাজার টাকা একটি চেক এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি কল্যাণ দেববর্মার হাত দিয়ে তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত রাবার ব্যবসায়ী প্রসেনজিৎ দেববর্মার হাতে। এই বিষয়ে এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি কল্যান দেববর্মা খোয়াই মহাকুমা রাবার ডিলার এসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এছাড়া তিনি এও বলেন সংগঠনকে শক্ত করতে হলে সবাই একসাথে থেকে কাজ করতে হবে। এই ধরনের বিপদ যে কোন রাবার ব্যবসায়ি সাথে হতে পারে যেখানে বিপদের কোন হাত পা নেই ।সেই জায়গায় সবাই একত্রিত হয়ে কাজ করলে আগামী দিন একজনের বিপদে আরেকজন দাঁড়াতে পারবে। তাই সংগঠনকে মজবুত করতে সবার প্রতি আহ্বান রাখেন। পাশাপাশি তিনি এও বলেন যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তারা সবাই নিজেদের রাবার গোডাউনের বীমা করিয়ে নেন। কিন্তু দেখা গেছে কোন ব্যবসায়ী স্মোক হাউসটির বীমা করান না। তাতে কোন দুর্ঘটনা হলে রাবার ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকার স্মোক হাউস টি পুড়ে যায় কিন্তু কোন বিমান না থাকার কারণে কোন ধরনের সাহায্য পান না। প্রসেনজিৎ দেববর্মার ঘটনা থেকে সবাই শিক্ষা নিয়ে স্মোক হাউজের বীমা করার জন্য সবার প্রতি আহ্বান রাখেন রাবার রাবার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি কল্যান দেববর্মা। পাশাপাশি রাবার এসোসিয়েশনের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে প্রসেনজিৎ দেববর্মা খোয়াই মহাকুমার রাবার ডিলার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য