তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের পক্ষ থেকে তেলিয়ামুড়ার পাঁচটি বাদক দলকে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। বুধবার তেলিয়ামুড়া মন্ডল কার্যালয় প্রাঙ্গণে বাদক দলগুলির হাতে এই বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। এদিনের এই পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মন্ডলের মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মন্ডলের সহ-সভাপতি নীতিন কুমার সাহা, মন্ডলের দুইজন সাধারণ সম্পাদক নন্দন রায় এবং গোপাল বর্মন, অফিস সম্পাদক সুমন ঘোষ সহ অন্যান্যরা।
এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের পক্ষ থেকে বাদ্যযন্ত্র পেয়ে ব্যাপক খুশি অবহ প্রত্যক্ষ করা যায় বাদক দলগুলির মধ্যে।।