Thursday, December 26, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগভীর শ্রদ্ধা ও সম্মানের সহিত পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী...

গভীর শ্রদ্ধা ও সম্মানের সহিত পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপির শত তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান। খোয়াই বিধানসভার অন্তর্গত ৫২ টি বুথে।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৫শে ডিসেম্বর..…..খোয়াই মন্ডলের অন্তর্গত সব কয়টি বুথে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপির জন্মজয়ন্তী পালন করাহয়। মূলত ৫২টি বুথে প্রয়াত প্রধানমন্ত্রীর ১০০ তম জন্মজয়ন্তী পালন করা হয়। প্রতিটি বুথে প্রয়াত প্রধানমন্ত্রীর জন্ম জয়ন্তী উপলক্ষে অটল বিহারি বাজপেয়ির প্রতিকৃতিতে ফুল , মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং দলীয় পতাকা উত্তোলন করেন প্রতিটি বুথের সভাপতি গনরা। প্রতিটি বুথে প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মন্ডল স্থানীয় নেতৃত্বদের প্রতিটি বুথে পাঠানো হয় খোয়াই মন্ডল থেকে। শহর কেন্দ্রিক বুথ গুলির পাশাপাশি খোয়াই মন্ডল এর অন্তর্গত দূর দূরান্তের বুথ গুলিতেও প্রয়াত প্রধানমন্ত্রী শত তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় ঘটা করে। এমন একটি বুথ এলাকা হলো ৪৬ নম্বর বুথ। এই বুথে ও ঘটা করে প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী পালন করা হয়। মূলত এই বুথ এলাকাটিতে অধিকাংশ জনজাতি অংশের জনগণের বসবাস। প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৬ নং বুথের সভাপতি সুকুমার দেববর্মা। এলাকার জাতি এবং জনজাতিদের প্রিয় নেতৃত্ব সত্য কুমার দেববর্মা এবং খোয়াই মণ্ডল থেকে আগত ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা অসিত ঘোষ সহ অন্যান্যরা। এই ৪৬ নং বুথে উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির শত তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধান বক্তা অসিত ঘোষ আলোচনা করতে গিয়ে বলেন প্রয়াত প্রধানমন্ত্রী জীবনযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওনার আলোচনাতে তিনি তুলে ধরেন প্রয়াত প্রধানমন্ত্রী কি রকম নিষ্ঠা ও নীতির মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী যে বৃহৎ বৃহৎ সিদ্ধান্তগুলো তিনি গ্রহণ করেছিলেন সেগুলি তুলে ধরেছেন। তার পাশাপাশি ৪৬ নম্বর বুথে অনুষ্ঠানে মন্ডল থেকে আগত অসিত ঘোষ এই এলাকার জনগণের জীবনযাত্রা ও এলাকার বিভিন্ন সমস্যা গুলি নিয়েও আলোচনা করতে শোনা যায়। অনুষ্ঠান শেষে বয়োজ্যেষ্ঠ অভিভাবকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ঘরোয়াভাবে আলোচনা করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য