Monday, December 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদঅনেক জল্পনা কল্পনা শেষে খোয়াই মন্ডল সভাপতি হলেন অনুকূল দাস। উচ্ছ্বাস দলীয়...

অনেক জল্পনা কল্পনা শেষে খোয়াই মন্ডল সভাপতি হলেন অনুকূল দাস। উচ্ছ্বাস দলীয় কর্মীদের মধ্যে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে ডিসেম্বর…… অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের ষাট টি বিধানসভা কেন্দ্রের ৬০ জন মন্ডল সভাপতির নাম ঘোষণা করলো বিজেপি দলের রাজ্য কমিটি। যদিও মন্ডল সভাপতির নির্বাচন নিয়ে বিজেপি দল গত কয়েক মাস ধরে কাজ করে আসছিল। পাশাপাশি নতুনভাবে মন্ডল সভাপতি চয়ন করার ক্ষেত্রে অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে প্রথম ছিল বয়সের অনুপাত অর্থাৎ ৪৫ বছরের নিচে হতে হবে যা ছিল বিজেপি দলের একটি সিদ্ধান্ত। তার জন্য ফরম ডি র মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তারপরে বিচার বিশ্লেষণ করে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় সোমবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ। যদিও মন্ডল সভাপতি নামের ঘোষণা হওয়ার কথা ছিল ১৬ই ডিসেম্বর। কিন্তু ইতিমধ্যে রাজ্যে অমিত শাহ সফরের জন্য মন্ডল সভাপতিদের নাম ঘোষণা দিনক্ষণ পিছিয়ে যায় প্রায় এক সপ্তাহ। অবশেষে রবিবার অমিত শাহ দিল্লিতে ফেরার পর সোমবার সকালে ৬০টি মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এই মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পর খোয়াই মন্ডলের উদ্যোগে সোমবার সকালে এক প্রেস মিটের আয়োজন করা হয়। খোয়াইতে নতুন মণ্ডল সভাপতি হন অনুকূল দাস। অনুকুল দাস খোয়াই মন্ডল সভাপতি হওয়ার কারণে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বাজি পুরিয়ে উল্লাস করতে দেখা গেছে বিজেপি দলের কর্মীদের। খোয়াই মন্ডলে নতুন মণ্ডল সভাপতি অনুকুল দাস আসার পর উনাকে দলীয় কর্মীরা ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। সাথে ছিলেন প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ মন্ডলের বিভিন্ন কর্মকর্তারা। তিনি নতুন মণ্ডল সভাপতি নকুল দাসের হাতে দায়িত্বভার সপে দেন। শেষে প্রেস মিট করে অনুকুল দাস বলেন দল উনাকে এক বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সবাইকে সাথে নিয় জনসাধারণের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন । পাশাপাশি কাজ করতে গেলে প্রচার মাধ্যমের সাহায্য লাগে সেটাও করতে উনি আহ্বান জানান সংবাদ মাধ্যমকে। সব মিলিয়ে দল ওনাকে একটি গরু দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব তিনি যথাযথ পালনের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন । সর্বোপরি নবনিযুক্ত খোয়াই মণ্ডলের সভাপতি অনুকুল দাস দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে তিনি সকল কর্মী সমর্থকের কাছে আহ্বান রাখেন উনাকে দায়িত্ব প্রদান করেছেন দল। তাই তিনি সকলের কাছে আহ্বান রাখেন আগামী দিনগুলিতে এই গুরু দায়িত্ব পালন করতে গেলে সকলের সাহায্য সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি এও বলেন গত ২০১৮ এবং ২০২৩ শে ২৫ খোয়াই বিধানসভার আসনটি রাজ্যে বিজেপি দলের সুন্দর বাতাবরণ থাকা সত্ত্বেও খোয়াই বিধানসভা কেন্দ্রটি জয়যুক্ত করা সম্ভব হয়নি। সুতরাং তিনি এও বলেন উনার প্রথম এবং প্রধান কাজ হবে আগামী ২০২৮ বিধানসভা নির্বাচনে খোয়াই বিধানসভা কেন্দ্রটি জয়যুক্ত করা। নবনিযুক্ত মন্ডল সভাপতি আগামী দিনে খোয়াইয়ের সাধারণ অংশের জনগণ এবং সাধারণ কর্মী সমর্থকদের জন্য ও দলীয় কাজকর্ম গুলি, কতটুকু করেন সেটাই দেখার বিষয়। যদিও কর্মী সমর্থকরা আশাবাদী নব নিযুক্ত মন্ডল সভাপতি আশানুপাতিক কাজকর্ম করবেন দল ও খোয়াই বাসির স্বার্থে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য