বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই ডিসেম্বর—–গত কিছুদিন আগে খোয়াই তুলাশিখড় ব্লকের অন্তরগত কলা বাগান এলাকাতে টি এস আর ক্যাম্পে চার কক্ষ বিশিষ্ট একটি শৌচাগার তৈরি করেন। যদিও এই বিষয়টি সম্পূর্ণ সাধারণ বিষয়। কিন্তু বিষয়টি অনুধাবন করার পর লক্ষ্য করা গেল হয়তোবা রাজ্যে এই প্রথম এমন একটি নজির গড়ে তুলল তুলা শিকড় ব্লকের আধিকারিক এর উদ্যোগে। আমরা জানি বর্জ্য প্লাস্টিক মানব সমাজ এর জন্য কতটা ক্ষতিকারক। প্লাস্টিকের ব্যবহার দিন দিন যে হারে বৃদ্ধি পেয়েছে ঠিক সেই পরিমাণ বর্জ প্লাস্টিকের পরিমাণ ও বৃদ্ধি পাচ্ছে। যার কারনে সরকার চেষ্টা করছেন প্লাস্টিকের ব্যবহার যাতে কমিয়ে আনা যায় তারপরও কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। এদিকে খোয়াই তুলাশিখর আর ডি ব্লক বর্জ প্লাস্টিক এর ক্ষতি কমিয়ে আনতে ব্লক এলাকার জনবহুল এলাকাতে এস এইচ জি গ্রুপের মাধ্যমে বর্জ প্লাস্টিক এর ব্যাংক তৈরি করা হয় | সেখান থেকে এস এইচ জি গ্রুপের মাধ্যমে বর্জ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলার জন্য একটি স্টোর স্থাপন করেন ব্লক চত্বরে | সেখান থেকে বর্জ্য প্লাস্টিকের বোতল দিয়ে চার কক্ষ বিশিষ্ট শৌচাগার তৈরি করেন ব্লক এলাকার কলা বাগান টি এস আর ক্যাম্পে। সেটা অবশ্যই সকলের নজর কেড়ে নিয়েছেন কারণ এই সমস্ত বর্জ প্লাস্টিকের বোতল সাধারণত কোন কাজে আসে না আনাচে-কানাচে পড়ে থাকে |এই সমস্ত পদার্থ দিয়ে ব্যবহারযোগ্য শৌচাগার তৈরি করা এই বিষয়টি সম্পূর্ণ প্রশংসনীয়। তুলাশিখড় ব্লক এলাকা জনগণ এবং খোয়াই মহকুমা এলাকার জনগণ খোয়াই তুলা শিকড় ব্লকের আধিকারিক ওবেদ এল ডালং এইরকম অভিনব পরিত্যক্ত জিনিস দিয়ে ব্যবহারযোগ্য কিছু করা যায় এই বিষয়ে নজির তৈরি করলেন। আগামী দিনে হয় তো বা তুলাশিখর ব্লকের পরিত্যক্ত বোতল দিয়ে শৌচাগার তৈরি করার মডেলকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি করার প্রস্তাব রাজ্য প্রশাসন থেকে নির্দেশ প্রদান ও করবে বিভিন্ন ব্লক গুলিকে।