Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদক্ষুদে বিজ্ঞানীদের ৩৬ টি মডেল নিয়ে দু'দিনব্যাপী শুরু হল বিজ্ঞান মেলা খোয়াই...

ক্ষুদে বিজ্ঞানীদের ৩৬ টি মডেল নিয়ে দু’দিনব্যাপী শুরু হল বিজ্ঞান মেলা খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই ডিসেম্বর…….খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুক্রবার দুপুর থেকে শুরু হলো দুদিন ব্যাপী জেলা ভিত্তিক শিশু বিজ্ঞানীদের নিয়ে শুরু হয়েছে এক বিজ্ঞান মেলা । এই বিজ্ঞান মেলাটি চলবে দুই দিন শুক্র ও শনিবার পর্যন্ত । এই বিজ্ঞান মেলাতে খোয়াই জেলার ৩৬ স্কুল থেকে ৩৬ টি মডেল নিয়ে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করার কথা ।এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা ।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তথা এই মেলা কমিটির জয়েন কনভেনার রতন দেববর্মা সুব্রত মজুমদার, জেলাশাসক চাঁন্দিনী চন্দ্রন, জেলা শিক্ষা অধিকারীক দীনেশ দেববর্মা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও জেলার বিভিন্ন স্কুল থেকে আগত মডেল নিয়ে আসা ছাত্র-ছাত্রী সহ শিক্ষকরা। এই দিন অনুষ্ঠানের উদ্বোধক দেবাশীষ নাথ শর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন এই ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই এই সব ধরনের খুদে বিজ্ঞানীদের উৎসাহিত করতে এই ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে । পাশাপাশি সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয় যাতে করে এইসব খুদে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কোন ধরনের বাধা প্রাপ্ত না হয়। এক কথায় সবমিলিয়ে এই ধরনের খুদে বিজ্ঞানীদের এগিয়ে নিয়ে যাওয়া যেমন স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব পাশাপাশি তাদেরকে সার্বিকভাবে সাহায্য করা সরকারের ও দায়িত্ব যা সর্বদাই করে থাকে। । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারের তথা শিক্ষা দপ্তরের আপ্রাণ প্রচেষ্টা থাকলেও শিক্ষামূলক কর্মসূচি পালন করার ক্ষেত্রে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ গাফিলতি রয়েছে যে সেটা পরিষ্কার বুঝা গেছে এই বিজ্ঞান মেলা শুরুর আগে। খাতায়-কলমে ৩৬ টি স্কুল থেকে ৩৬ টি মডেল আসার কথা থাকলেও বিজ্ঞান মেলার উদ্বোধন হয়ে গেল সবকয়টি স্কুলের মডেল গুলি দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান মেলার প্রাঙ্গনে আসতে হয় নাই উদ্বোধনের আগে। অথচ এই বিজ্ঞান মেলা কে কেন্দ্র করে শিক্ষা দপ্তর পর্যাপ্ত খরচ করেছেন। সব ক্ষেত্রে লক্ষ্য করা যায় একাংশ সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে বেশ গাফিলতি থাকে। আবার দেখা গেছে খাতায়-কলমে ৩৬ টি স্কুল থেকে ৩৬ টি মডেল যদিও বা আসে তেলিয়ামুড়া মহকুমা থেকে মাত্র বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা মডেল নিয়ে আসবে। দুইটি মহাকুমাতে সংখ্যার দিক দিয়ে এত বৈষম্য কেন শিক্ষা অনুরাগীদের প্রশ্ন রয়েছে। এরপরও এই বিজ্ঞান মেলা কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য