তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র ময়দানে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা অনুষ্ঠিত হতে চলেছে ৮-৯ ডিসেম্বর। এই রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা উপলক্ষে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যানের কক্ষে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কল্যাণী সাহা রায় গোটা রাজ্যবাসীকে এই ধামাইল উৎসব ও মেলায় উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সি.ই.ও অমিত রায় চৌধুরী সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা।