তেলিয়ামুড়া প্রতিনিধি :-
অন্যান্য বছরের মতো এ বছরও তেলিয়ামুড়া বাজারের হরিনাম সংকীর্তন শুরু হয়। মোট ৮৮ প্রহর ১১ দিন এই হরিনাম সংকীর্তন চলবে। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে এই হরিনাম সংকীর্তনের শুভ উদ্বোধন হয়। এদিন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়া বাজারের হরিনাম সংকীর্তন স্থলে উপস্থিত থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে গোটা তেলিয়ামুড়া বাসির মঙ্গল কামনা করেন। মুখ্য সচেতক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পুর পরিষদের সহকারি পুর পিতা মধুসূদন রায় সহ অন্যান্যরা।।