ঘটনার বিবরনে জানা যায় উদয়পুর খিলপাড়ার সুকান্ত দাস এবং তার ভাই উদয়পুর কোর্টে জমি সংক্রান্ত বাটোয়ারা একটি মামলা করেন। যার মামলার নম্বর T,J/(p)19 of 2024।আর মামলার সুকান্ত দাসের পক্ষে উকিল হন, উকিল জয়েশ দে। সুকান্ত দাস মামলা করার কিছুদিন পর উকিল জয়েশ দে সেই মামলা নিয়ে তালবাহানা শুরু করেন। উকিল জয়েশ দের মতিগতি অবস্থা বুঝে সুকান্ত দাস অন্য উকিলের দ্বারস্থ হন। কিন্তু উকিল জয়েশ দে এই মামলার নো অবজেকশন নিয়ে তালবাহানা শুরু করেন, এবং ওকালত নামা পর্যন্ত উকিল জয়েশ দে রেখে দেন জয়েশ দে এর কাছ থেকে। সুকান্ত দাস নো অবজেকশন, এবং ওকালত নামা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন। সুকান্ত দাস চেষ্টা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত উকিল জয়েশ দের বিরুদ্ধে সোনামুড়া উদুপুর বার এসোসিয়ান এবং আগরতলা হাইকোর্ট বার এসোসিয়ান এর কাছে এক দরখাস্ত লিখেন। অভিযোগ সুকান্ত দাসের উকিল জয়েশ দে বহিরাগতদের দিয়ে সুকান্ত দাস কে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।