Thursday, November 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপাঁচ দিনের পুলিশ রিমান্ডে আনা দুই চোরকে শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়ার...

পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আনা দুই চোরকে শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়ার পথে পুলিশের ভ্যান থেকে পালাল ।অবশেষে ১৮ ঘন্টার পর পলাতক দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা নভেম্বর…. শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়ার পথে আদালত থেকে আনা পাঁচ দিনের পুলিশ রিমান্ডের দুই আসামি পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায় কালী পূজার দিন, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যারাতে। এই ঘটনা ছড়িয়ে পড়তে খোয়াই শহর জুড়ে চাঞ্চলে সৃষ্টি হয়। শেষে ১৮ ঘন্টার পর আটক করে পুলিশ । ঘটনার বিবরণ দিয়ে খোয়াই থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা জানান খোয়াই থানার ৭১/ ২০২৪ নং কেইসের
দুই আসামি বচ্চন মুন্ডা ও তার ভাই বাদল মুন্ডা পিতা মৃত দিলীপ মুন্ডা বাড়ি খোয়াই কারগিল টিলা এলাকায় ওরা চুরি করার অপরাধে আদালত থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আনা হয়। আইন অনুযায়ী কালী পূজার দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষা করার জন্য পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল । হাসপাতাল থেকে কিছু দূর আগে পুলিশের ভেনটি রাস্তা খারাপ থাকার জন্য একটি ব্রিজের সামনে গাড়িটিকে একটু স্লো করতেই সেই দুই আসামি বচ্চন মুন্ডা ও বাদল মুন্ডা দুই ভাই পুলিশের ভ্যান থেকে বলপূর্বক নেমে পালিয়ে যায় । শেষে পুলিশের পক্ষ থেকে সব দিকে খোঁজখবর লাগানো হয় এবং শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে পালিয়ে যাওয়া দুই চোর বচ্চন মুন্ডা ও বাদল মুন্ডা কে মহিলাদের কাপড় পরিহিত অবস্থায় খোয়াই ধলাবিল দাস পাড়া এলাকার একটি ধান ক্ষেতে লুকিয়ে রয়েছে বলে এক খবর আসে। সেই খবর পেয়ে ওই এলাকাকে ঘেরাও করে শেষে তাদেরকে আটক করে পুলিশ শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটে । পালিয়ে যাওয়া দুই চোরকে শুক্রবার সকালে গ্রেফতার করতে গিয়ে খোয়াই থানার অনেক কনস্টেবল অল্প বিস্তার আহত হয় বলেও জানা যায় । এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা গ্রহণ করে। তবে এই দুই চোর পালিয়ে যাওয়ার কারণে খোয়াই থানার কালী পুজাটি ম্লান হয়ে যায় । অবশেষে পালিয়ে যাওয়া দুই চোর গ্রেপ্তার হওয়ার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে খোয়াই থানার অফিসাররা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য