Friday, November 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ২০৮ নং জাতীয় সড়ক খোয়াই বেহালা বাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

২০৮ নং জাতীয় সড়ক খোয়াই বেহালা বাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনকে আশঙ্কা জনক অবস্থায় জিবি রেফার ।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১লা নভেম্বর….. জাতীয় সড়ক তৈরি হওয়ার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে পথ দুর্ঘটনা যেন খোয়াই মহকুমাকে কিছুতেই পিছু ছাড়ছে না। ইদানিংকাল ২০৮ নং জাতীয় সড়কটি দুর্ঘটনার জন্য আতুর ঘরে পরিণত হয়েছে। প্রতিদিন এই নবনির্মিত 2O8 নং জাতীয় সড়কে কোন না কোন সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। অন্যদিকে খোয়াই ট্রাফিক ইউনিট আপ্রাণ চেষ্টা করেও খোয়াই মহকুমা এলাকায় সড়ক দুর্ঘটনা রোধ করতে পাচ্ছে না। নতুন জাতীয় সড়ক নির্মাণের পর থেকেই এই সড়ক ধরে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হল বেপরোয়াভাবে যানবাহন চলাচলের ফলে এই সড়ক দুর্ঘটনা গুলি ঘটে চলেছে। মূলত ছোট যানবাহন গুলি খুব দ্রুত গতিতে চলাচলের ফলে এই সড়ক দুর্ঘটনাগুলি ঘটে চলেছে। তাছাড়া জাতীয় সড়ক গুলিতে যানবাহন চলাচলের যে নিয়ম-শৃঙ্খলা রয়েছে সেগুলি সম্বন্ধে হয়তোবা যানবাহন চালকগণ সেই রকম অবগত নয়। রাজ্যের বাইরের বড় বড় জাতীয় সড়ক গুলিতে প্রতিদিন লাখো লাখো যানবাহন চলাচল করে এইরকম দুর্ঘটনা আদৌ ঘটে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। তেমনই একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে খোয়াই বেহালাবাড়ি বাজার সংলগ্ন ২০৮ নং জাতীয় সড়কে। ঘটনার বিবরণে অগ্নি নির্বাহ দপ্তরের কর্মীরা জানায় বুধবার রাত দশটা নাগাদ খোয়াই বেহালাবাড়ি বাজার সংলগ্ন এলাকাতে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভগ্ন দশায় একটি অটো গাড়ি দেখতে পায় এবং তিনজন গুরুতর আহত অবস্থায় রাস্তায় পরে রয়েছে। শেষে তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। এই তিনজন হল কিষান দেববর্মা ২৮, অমল দাস ২৮ এবং সুজিত দাশ ২৫। তারমধ্যে উভয়েরই অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেন। সূত্রের তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় যায় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য