Friday, November 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহারাজগঞ্জ বাজার থেকে এক বাংলাদেশী সহ তিন যুবককে আটক করলো বি...

খোয়াই মহারাজগঞ্জ বাজার থেকে এক বাংলাদেশী সহ তিন যুবককে আটক করলো বি এস এফ ।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩০শে অক্টোবর.,…. মঙ্গলবার সীমান্ত রক্ষী বাহিনী খোয়াই মহারাজগঞ্জ বাজার সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহভাজন এক বাংলাদেশী সহ তিনজনকে আটক করেন। শেষে বুধবার সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা খোয়াই থানায় তিনজনকে হস্তান্তর করেন। তারা হলেন বাংলাদেশ নরসিংদী জেলার বেলা নগর গ্রামের বাসিন্দা চিও রঞ্জন দাসের ছেলে নীল দাস ৩৪ করিমগঞ্জের বাসিন্দা সুপ্রভাত দাস ২৪ এবং মতিব মিয়া ৪৫। ঘটনার বিবরণের খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানান মঙ্গলবার বিএসএফ খোয়াই পুরান বাজার সীমান্ত এলাকাতে থেকে তিনজনকে আটক কর এবং বুধবার পুলিশের কাছে হস্তান্তর করেন। খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানান বিএসএফ এর অভিযোগ এই তিনজন সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। এতে বিএসএফ তাদেরকে আটক করেন। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ধারা যুক্ত করে আদালতে প্রেরণ করবেন । এবার প্রশ্ন হল সীমান্ত এলাকায় ২৪ ঘন্টা সীমান্ত রক্ষী বাহিনীরা পাহারা রত থাকেন তারপরও কিভাবে সীমান্ত পার হওয়ার জন্য উদ্যত হয় বাংলাদেশি নাগরিক সহ রাজ্যের বাইরে নাগরিকরা। যদিও রাজ্যের সমস্ত সীমান্ত এলাকা এখনো কাটা তারের আওতায় আনা সম্ভব হয়নি। বিভিন্ন সময় যেই সমস্ত এলাকায় কাঁটাতারের আওতায় আনা সম্ভব হয়নি ওই সমস্ত এলাকাগুলি দিয়ে পাচার বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে। গত কিছুদিন আগে রাজ্যের মাননীয় সংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন অসমাপ্ত কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান রাখেন। এখন দেখার বিষয় এই তিনজনের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য