Monday, December 30, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ'মা' আসছে তাই মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা

‘মা’ আসছে তাই মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা

তেলিয়ামুডা প্রতিনিধি:
শরতের আভাসে শারদীয়ার আগমনী জানান দিচ্ছে ‘মা’ আসছে তাই মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা। শারদ উৎসব আসছে স্বাভাবিক ভাবেই প্রায় সব দিকে ব্যস্ততা চরমে। সবচেয়ে বেশি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায় মূর্তি কারিগরদের মধ্যে। বলতে দ্বিধা নেই মৃত শিল্প এমন একটা শিল্প যেখানে বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশই এই শিল্পের সাথে নিজেদের জড়াতে চাইছেন না, কিন্তু তার মধ্যে মাঝে ও কিছু কিছু ব্যতিক্রমী চিত্র রয়েছে যেগুলো আমাদের ভাবতে বাধ্য করছে আগামীদিনে উৎস মহিমায় উজ্জ্বল থাকবে এই মৃত শিল্প।
এমনই এক চিত্র ধরা পরল তেলিয়ামুড়া মহকুমার নেতাজি নগর, মোহরছড়া, নয়নপুর সহ বিভিন্ন এলাকার মূর্তিপাড়া গুলিতে যেখানে দুর্গা প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পীরা, তৎসঙ্গে নেতাজি নগর এলাকায় পরিলক্ষিত হয় এক ভিন্ন চিত্র, যেখানে নয় বছরের দেবজিত দেবনাথ তার বাবা দীপক দেবনাথের সাথে একেবারে সমানতালে কাঁধে কাঁধে মিলিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে দেবজিতের সাথে কথা বলে জানা গেছে নিছক আগ্রহের বসে ছোট থেকেই সে মূর্তির কাজে বাবার সাথে থাকে তবে এই বছর সে নিজে সম্পূর্ণ একা একটা মূর্তি তৈরি করছে বলেও জানা গেছে। আগামী দিনে দেবজিতের মত কিশোর তরুণদের দেখানো পথের মৃত শিল্প আরও অনেকটা এগিয়ে যাক প্রত্যাশা এখানেই।
এদিকে এবারের মূর্তি তৈরির সার্বিক বিষয় নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে মৃত শিল্পীরা দাবী করেছেন অন্যান্য বছরের তুলনায় এবারে রাজ্যের বিগত ভয়াবহ বন্যার কারণে মূর্তির চাহিদা অনেক আংশেই কম। আবার অনেক মৃৎ শিল্পীদের বক্তব্য চাহিদা থেকে শুরু করে বাজার ব্যাপক ভালো, তবে কারিগরের অভাবে এ বছর চাহিদা থাকলেও বেশি মুক্তির অর্ডার রাখতে পারেননি বলে খানিকটা বেগ পেতে হচ্ছে।
তবে মূর্তি কারিগরদের মতে সবার সার্বিক সহযোগিতায় ভর করে এবার শারদ উৎসব সাফল্যমন্ডিত হবে।
এদিকে মহকুমার অন্যতম খুদে মৃত শিল্পী হিসেবে যেভাবে দেবজিৎ উঠে আসছে তা থেকে অন্তত ইতিবাচক একটা বার্তা আমরা পেতেই পারি যে আগামী দিনে এই দেবজিতদের দেখানো পথেই মৃৎশিল্পের বিকাশ সাধন হবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য