তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
দ্রুতগতিতে থাকা এক বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ৬০ বছর বয়সী পথচারী, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলা এলাকায়। খবরে প্রকাশ, মহারানীপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ রায় নামের এক ব্যাক্তি বাজার সেরে বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে থাকা TR01-D-5718 নম্বরের বাইক সজোড়ে ধাক্কা দিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাটি চাক্ষুষ করতে পেরে পথ চলতি সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণ রায় নামের ওই ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করে বলে খবর।