Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরোটারি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির ।

রোটারি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির ।

তেলিয়ামুড়া প্রতিনিধি –

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসল তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সদস্যরা। তেলিয়ামুড়া রোটারি ক্লাবের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার সকাল ১১ টা নাগাদ মোহরছড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে। বিগত বন্যায় তেলিয়ামুড়া মহকুমার যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে মোহরছড়া এলাকার একটা বড় অংশ কবলিত হয়। এই এলাকাটি সাধারণত গ্রামীণ এলাকা । বন্যার পরবর্তী সময়ে মানুষ নানা ধরনের অসুস্থতার স্বীকার হওয়ায় সম্ভাবনাকে মাথায় রেখে তেলিয়ামুড়া রোটারি ক্লাবের উদ্যোগে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করাহয়। এই স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসক দের দ্বারা স্বাস্থ্য পরিক্ষা করে প্রয়োজন অনুসারে বিনামূল্যে ঔষধ ও প্রদান করাহয় সংস্থার পক্ষ থেকে। এই শিবিরে স্ত্রী ও প্রসুতি বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, সাধারণ ফিজিশিয়ান দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করাহয় বলে জানায় সংস্থার সদস্যরা। এদিন মোহরছড়া এলাকার প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ এর সুবিধা গ্রহন করে বলে জানানা উনারা। এলাকার মানুষ হাতের কাছে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ব্যক্ত করে রোটারি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন । উনারা আগামীদিনেও এই ধরনের শিবির যেন করাহয় এই আবেদন ও রাখেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রোটারিয়ান তথা জোনের পাস্ট ডিজি নির্মল শিংগি, তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সভাপতি গোতম দে, সম্পাদক রাজধানী আগরতলা থেকে আগত বশিষ্ঠ চিকিৎসক, তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সদস্য সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য