তেলিয়ামুড়া প্রতিনিধি।
গুচ্ছ গ্রামবাসীদের অর্থ সামাজিক মান উন্নয়নের জন্য দলের নিজেদের উপর আস্থা হারিয়ে রাজ্য বিজেপি দলের উপর উন্নয়নের বিশ্বাস রেখে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি পতাকা হাতে নিয়ে দল ত্যাগ করেন শতাধিক উপজাতির ভোটার। রবিবার দুপুরে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে চাকমাঘাট রঙ্গিয়াটিলা আয়োজিত দলত্যাগ অনুষ্ঠানে বিজেপি দলীয় পক্ষে দল ত্যাগকারীদের বিজেপি পতাকা হাতে তুলে দিয়ে বন্দে মাতারম স্লোগানের মধ্যে দিয়ে দলে সামিল করেন রাজ্য বিধানসভার মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। এছাড়াও এই দিনের দলত্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বরা। ২০০৩ সালে তেলিয়ামুড়া মহকুমা বিশেষ করে মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীন নোনাছড়া, কাঁকড়া ছড়া, হলুদিয়া এডিসি ভিলেজ থেকে সিপিআইএম পরিচালিত সরকারের প্রশাসনিক ব্যবস্থার উপর আস্থা দেখে তিন শতাধিক পরিবার ভিটেমাটি ত্যাগ করে রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রামে বসবাস করতে এসেছিল উপজাতি পরিবার গুলি। কিন্তু তাদের মধ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনিক উদ্যোগে সেই প্রতিশ্রুতি গুলি সেই সময়ে পূরণ করতে ব্যর্থ হওয়াতে কয়েক মাস অতিক্রান্ত না হতে অনেক উপজাতি পরিবার চলে গিয়েছিল পূর্বের ঠিকানায়। রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নেরষ পরিধি লক্ষ্য করতে পেরে গুচ্ছগ্রাম বাসীরা কয়েকদিন বাদে বাদেই সময়ে দীর্ঘ বছর ধরে করে আসে রাজনৈতিক দল সিপিআইএম ছেড়ে বিজেপির পতাকার নিচে শামিল হতে প্রায় দলত্যাগ অনুষ্ঠান হচ্ছে। রবিবার ২৯, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে চাকমা ঘাট রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রাম এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয় l এই যোগদান সভায় হলুদিয়া এডিসি ভিলেজের ৪২ পরিবারের ১০০ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা দলে সামিল হয়। যোগ। দলত্যাগ করে ভোটারদের দলীয় পক্ষে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই দিনের এই অনুষ্ঠানের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সিপিআইএম সহ বিভিন্ন দলের উপর সাধারণ মানুষজনেরা আস্তা হারাচ্ছে । রাজ্যের জনগণ চাইছে বিকাশ মুখী সরকার। আর এই সরকার বিজেপি দল ছাড়া আর কোন দলই হতে পারে না। তাই প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলের শামিল হচ্ছে। আগামী দিনগুলিতে বিকাশ মুখি সরকারের কাজকর্মে খুশি হয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলের প্রতি আস্থা রেখে সামির হবে জনগণ।