তেলিয়ামুড়া প্রতিনিধি–
পশ্চিমবঙ্গের আর.জি কর কাণ্ডে উত্তাল ত্রিপুরার তেলিয়ামুড়া। এবার ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ ছাত্র সংগঠনের ব্যানারে বিক্ষোভ ছাত্র-যুবাদের। এদিন তেলিয়ামুড়া শহরের বুকে এক সুবিশাল মশাল মিছিল বের করে পশ্চিমবঙ্গের আর.জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণ পরিশেষে হত্যার ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি তুলে এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তারা। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ সংগঠনের তেলিয়ামুড়া নগর শাখার সম্পাদক পিনাক রঞ্জন দাস, তেলিয়ামুড়া নগর শাখার সভাপতি শিক্ষক বিক্রম দেবনাথ সহ প্রায় চার শতাধিক কার্যকর্তা’রা। এদিনের এই মিছিলটি গোটা তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে।।