Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহকুমার বন্যা কবলিত এলাকা গুলিতে পরিদর্শনে যান কেন্দ্রীয় আন্ত মন্ত্রণালয়ের এক...

খোয়াই মহকুমার বন্যা কবলিত এলাকা গুলিতে পরিদর্শনে যান কেন্দ্রীয় আন্ত মন্ত্রণালয়ের এক প্রতিনিধি দল ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০শে আগস্ট…… শুক্রবার দুপুরে আন্ত মন্ত্রণালয়ের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল খোয়াই ব্লক এলাকার বিভিন্ন বন্যা কবলিত গ্রাম গুলি পরিদর্শন করতে ছুটে যান। কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্মকর্তারা বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয় ক্ষতি এবং সাধারণ মানুষের বাড়ি ঘরের ক্ষয় ক্ষতি সহ খোয়াই নদীর আশপাশ অঞ্চল গুলো ঘুরে দেখেন। পরবর্তীতে প্রতিনিধি দলটি চেবরী গ্রাম পঞ্চায়েতের দুটি পুকুর পরিদর্শন করেন এবং পুকুরের মালিকদের সঙ্গে কথা বলেন ক্ষয় ক্ষতির বিষয়গুলো নিয়ে। পরে কেন্দ্রীয় এই প্রতিনিধি দলটি কল্যাণপুর ব্লক এলাকার কমলনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলো পরিদর্শন করেন। এরপর দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের রতিয়া, কল্যাণপুরের চা বাগান এবং ঘিলাতলি বাজারের ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজটি পরিদর্শন করেন। সেখান থেকে এই প্রতিনিধি দলটি চলে যান মুঙ্গিয়াকামী ব্লক এলাকায়। সেখানে জাতীয় সড়কের ভগ্নদশা গুলো পরিদর্শন করার পাশাপাশি তারা ৪১ মাইল এবং ৪৭ মাইল এলাকাগুলো পরিদর্শন করেন। আন্তঃ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় এই প্রতিনিধি দলে ছিলেন মহেশ কুমার, পি কে মিনা, শশাঙ্ক ভূষাণ। এছাড়াও এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলাশাসক, খোয়াই ও তেলিয়ামুড়ার মহকুমা ম্যাজিস্ট্রেট, কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, ডি ডব্লিউ এস দপ্তর, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা সহ আইসিএ দপ্তরের তিন আধিকারিক। এক সাক্ষাৎকারে আন্তঃ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিক মহেশ কুমার জানিয়েছেন, গোটা রাজ্যে দুটি দল বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলাগুলোতে পরিদর্শন করেছেন। আশা করা যাচ্ছে এই প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করছেন এতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক মাছ চাষী কিছুটা হলে উপকৃত হবেন। এখন দেখার বিষয় শুক্রবার আন্ত মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে কৃষক ও মাছ চাষী সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনে এই তাদের পরিদর্শনের রিপোর্টে কতটুকু উপকৃত হয় বন্যা কবলিত এলাকার সমস্ত অংশের চাষিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য