Thursday, September 19, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায়েতের প্রধান,...

ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ নির্বাচিত সকল প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আর.ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে। এদিন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইচিন্দ্রাই গ্রাম পঞ্চায়েত, হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েত, মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান-উপপ্রধানরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন। এদিনের এই প্রতিটি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, অফিস সম্পাদক সুমন ঘোষ, মন্ডল বিস্তারক প্রজেশ সরকার সহ অন্যান্যরা। এদিনের এই শপথ গ্রহণ পর্বে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন,,,, আজকে মানুষজনদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষজন উপস্থিত হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাছাড়া তিনি বলেন, এই হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীদের অপপ্রচারকে নসাৎ করে দিয়ে সাধারণ মানুষ বিজেপি দলের এই গ্রামীণ সরকারকে গঠন করেছে। তাছাড়া তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা রাখেন, যাতে নবনির্বাচিত সকল জনপ্রতিনিধি’রা কোন রাজনৈতিক ভেদাভেদ না রেখে সকল মানুষের উন্নয়নকল্পে কাজ করে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য