তেলিয়ামুড়া–
পরাধীন ভারতবর্ষ’কে স্বাধীন করতে গিয়ে শতশত বিপ্লবীর আত্ম বলিদান ও রক্তের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত বর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীন ভারতবর্ষে ব্রিটিশের পতাকা নামিয়ে স্বাধীন দেশের তেরঙ্গা পতাকা উঠেছিল। তাই প্রত্যেক বছর ১৫ই আগস্ট দিনটিকে মহা সারম্বরে পালন করে গোটা দেশবাসী। কিন্তু এই দিনকে পালন করতে গিয়ে এবং অতি দেশ ভক্তি দেখাতে গিয়ে একাংশ সরকারি কর্মচারীরা নিয়ম-নীতি ভুলে গেছেন। এরকমই এক চিত্র এবার ধরা পড়লো তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘড়ির কাঁটায় যখন পাঁচটা বেজে প্রায় ২০ কিংবা ২৫ মিঃ তখনও দেখা গেল মহকুমা হাসপাতালের সামনে ঠাঁয় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের তেরঙ্গা পতাকা।
এরপর প্রায় ঘড়ির কাঁটায় যখন ছয়টা তখন আচমকাই নিদ্রা ভঙ্গ হলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের। আচমকাই তড়িঘড়ি হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে দেখা গেল জাতীয় পতাকা নিচে নামাতে।
যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে আবার বলাবলি করছে, আজকের দিনের যদি নেতাজী সুভাষ কিংবা গান্ধীজিরা বেঁচে থাকতেন তবে হয়তবা তারাও আফসোস করতেন এই স্বাধীন দেশের আজব হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।