Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ায় মহাসাড়ম্বরে পালিত হলো ৭৮ তম স্বাধীনতা দিবস

তেলিয়ামুড়ায় মহাসাড়ম্বরে পালিত হলো ৭৮ তম স্বাধীনতা দিবস

তেলিয়ামুড়া
৭৮ তম স্বাধীনতা দিবস’কে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি বজায় রেখে তেলিয়ামুড়া মহকুমায় মহাসারম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস ২০২৪। মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এদিনের এই অনুষ্ঠানে মুখ্য সচেতন ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, পৌরপিতা রূপক সরকার সহ অন্যান্যরা। মূলত এই অনুষ্ঠানটি তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যাবস্থাপনায় পালিত হয় দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের পর একে একে ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, স্কাউট অ্যান্ড গাইড এবং এন.সি.সি ক্যাডার’রা প্যারেড অনুষ্ঠিত করে। এরপর সংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে যুক্ত বেশ কিছু স্বাধীনতার সংগ্রামীর পরিবার’কে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও স্মারক তুলে দেওয়া হয়।
সবশেষে মহকুমা বাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। উনি উনার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান সহ তেলিয়ামুড়া বাসীর উন্নতি কল্পে কি কি কাজ বাস্তবায়িত হয়েছে তা তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য