Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসন্ধ্যা রাতে খোয়াই ২০৮ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত এক আহত...

সন্ধ্যা রাতে খোয়াই ২০৮ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত এক আহত এক।

খোয়াই প্রতিনিধি ১৩ই আগস্ট…..খোয়াই মহাকুমা জুড়ে সড়ক দুর্ঘটনা লাগাম কিছুতে ই টানা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাত আটটা নাগাদ খোয়াই জাম্বুর এলাকা ২০৮ নং জাতীয় সড়কে এক বাইকের ধাক্কায় মৃত্যু হল জগদীশ মোদক ৬৫ নামে এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত আটটা নাগাদ ২০৮ নং জাতীয় সড়ক পারাপারের সময় জগদীশ মোদক নামে এক ব্যক্তিকে বীর মোহন মুন্ডা নামে এক বাইক আরোহী সজোড়ে জগদীশ মোদক নামক ব্যক্তিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলই অর্ধ মৃত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার জনগণ অগ্নি নির্বাপক দপ্তরের খবর পাঠালে সঙ্গে সঙ্গে দপ্তরের লোকেরা ঘটনাস্থল থেকে বাইক আরোহী বীর মোহন মুন্ডা ও জগদীশ মোদক কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা জগদীশ মোদক কে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতরভাবে আহত অবস্থায় বীর মোহন মুন্ডা কে আগরতলা জিবিতে পাঠান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য