খোয়াই প্রতিনিধি ৩১ শে জুলাই..,..আর এক সপ্তাহ পরে রাজ্যে হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচনকে সামনে রাখে শাসকদল সহ সমস্ত বিরোধী দলেরা তাদের নির্বাচনী প্রচার তেজি করতে মাঠে ময়দানে নেমে পড়েছে।প্রত্যেকটি দল প্রতিদিন ঘরোয়া সভা,উঠান সভা,বাড়ি বাড়ি প্রচার সহ বিভিন্ন সমাবেশের আয়োজন করে চলেছে।আর প্রত্যেকটি দলই তাদের জায়গায় দাঁড়িয়ে জয়ী হবে এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করে চলেছে।অন্যদিকে শাসকদল বিজেপি এই নির্বাচনে নিজেদের স্থান ধরে রাখতে এবং প্রত্যেকটি আসনে জয়লাভ করার জন্য যেমন প্রচারের জোর দিচ্ছে তেমনি বিভিন্ন উচ্চ স্থানীয় নেতৃত্বদের দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি।তেমনি ভাবে বিজেপি দলের জয়কে মসৃণ করার লক্ষ্যে আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদারকে নিয়ে খোয়াইতে ব্যাপক প্রচার চালাচ্ছে বিজেপি।দেখা গেছে খোয়াই জেলা পরিষদের ৪ নং আসন ও পঞ্চায়েত সমিতির ৫ নং আসনের প্রার্থী অপর্ণা সিংহ রায় এবং নিশারানী সরকার এর সমর্থনে বুধবার বিকেলে উত্তর সিঙ্গীছড়া পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সমাবেশ। বুধবার বিকেল চারটায় শক্তি প্রমুখ সজল সরকার কে সভাপতি করে শুরু হয় এই সমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, মন্ডল সহ সভাপতি প্রনব বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।এই দিন জন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিগত দিনের বাম আমলের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে কি প্রহসন করে ক্ষমতা দখল করেছে প্রত্যেকটি পঞ্চায়েতে সেসব নিয়ে আলোচনা করেন। এবং এও বলেন বিজেপির আমলে প্রত্যেকটি বিরোধী দল তাদের মনোনয়নপত্র দাখিল করে এই নির্বাচনের লড়াই করছে এবং প্রত্যেকেই জয়ের ক্ষেত্রে আশাবাদী। তিনি এও বলেন এই গ্রাম সরকার নির্বাচনের মাধ্যমে আগামী দিন গ্রামের মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে পাশাপাশি গ্রামগুলি উন্নতি হবে তাতে অনেক কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থীদের কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সমস্ত কোন দেবতাদের কাছে অনুরোধ রাখেন।